ঢাকা ২৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

বিএনপির সমাবেশ থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  2:22 PM

news image

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে অন্তত শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে টাউনহল মাঠে গণসমাবেশ শুরুর আগে নেতাকর্মীদের ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন, টাউনহল মাঠে ব্যাপক মানুষের সমাগম ছিল। কেউ স্লোগান দিচ্ছেন, কারও হাতে ফেস্টুন ছিল, অনেকেই আবার হাততালি দিচ্ছিলেন। মূলত, এই সুযোগেই মোবাইগুলো চুরি হয়। বিএনপির কর্মী তুষার বলছেন, অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছিলাম। পরে ছবি তোলার জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। আবুল বাশার বলেন, আমার এক হাতে পতাকা আরেক হাতে ফেস্টুন ছিল। কেউ পকেটে হাত দিয়েছে বুঝতে পেরেছিলাম। কিন্তু সেকেন্ডের মধ্যেই পকেটে হাত দিয়ে দেখি মোবাইল গায়েব। ভুক্তভোগীদের অভিযোগে এরকম শতাধিক মোবাইল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত থেকেই মোবাইল চুরির ঘটনা শুরু হয়। আজ সমাবেশ শুরুর আগেই এমন অবস্থা। এর আগে, শুক্রবার রাতে সমাবেশস্থল থেকে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি থানার ওসি সনজুর মোর্শেদ শাহিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম