বিএনপির সমাবেশ থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২২, 2:22 PM
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২২, 2:22 PM
বিএনপির সমাবেশ থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ
কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে অন্তত শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে টাউনহল মাঠে গণসমাবেশ শুরুর আগে নেতাকর্মীদের ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন, টাউনহল মাঠে ব্যাপক মানুষের সমাগম ছিল। কেউ স্লোগান দিচ্ছেন, কারও হাতে ফেস্টুন ছিল, অনেকেই আবার হাততালি দিচ্ছিলেন। মূলত, এই সুযোগেই মোবাইগুলো চুরি হয়। বিএনপির কর্মী তুষার বলছেন, অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছিলাম। পরে ছবি তোলার জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। আবুল বাশার বলেন, আমার এক হাতে পতাকা আরেক হাতে ফেস্টুন ছিল। কেউ পকেটে হাত দিয়েছে বুঝতে পেরেছিলাম। কিন্তু সেকেন্ডের মধ্যেই পকেটে হাত দিয়ে দেখি মোবাইল গায়েব। ভুক্তভোগীদের অভিযোগে এরকম শতাধিক মোবাইল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত থেকেই মোবাইল চুরির ঘটনা শুরু হয়। আজ সমাবেশ শুরুর আগেই এমন অবস্থা। এর আগে, শুক্রবার রাতে সমাবেশস্থল থেকে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি থানার ওসি সনজুর মোর্শেদ শাহিন।