ঢাকা ১৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার রমজান ও ঈদ কবে হতে পারে জানাল আরব আমিরাত আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক বিয়ের প্রথম বছরেই ‘ইচ্ছার বাইরে’ গর্ভবতী ৭৩ শতাংশ নারী নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন টিভি টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, কটূক্তি প্রচারে মানা ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

বাংলাদেশে হাথুরুসিংহের ভবিষ্যত নিয়ে যা বলছে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৪,  10:57 AM

news image

টানা দুই বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, দলের ভেতরে-বাইরে নাজুক অবস্থা, টেস্ট চ্যাম্পিয়নশিপেও টানা ব্যর্থতা– বাংলাদেশের ক্রিকেট সাম্প্রতিক সময়ে খুব একটা সুখে নেই। আর স্বাভাবিকভাবেই এমন বাজে পারফর্মের দায় পড়ছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপরেই। অনেকেই দেশের ক্রিকেটের এই পদে দেখতে চাইছেন বদল। 

হাথুরুসিংহেকে নিয়ে আলোচনার মুখেই এবার তার ভবিষ্যত নিয়ে কথা বললেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হলে প্রশ্ন শুনতে হয়েছে হাথুরুসিংহে ইস্যুতে। বোর্ড পরিচালক জবাবে বলেন, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’

এদিকে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে নিয়ে এখনো জটিলতা কাটেনি। যদিও আসন্ন পাকিস্তান সিরিজে কিংবদন্তি এই লেগিকে পাচ্ছে টাইগাররা, ‘মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল। তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য সামনে যে আরও সিরিজ সেগুলোতে থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে (মুশতাক) ব্যস্ত।’ 

‘জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব লম্বা সময়ের চুক্তি করা যায় কি না, বলছি না যাবে। এখন পর্যন্ত ওর থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, তাঁর সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যাবে।’– যোগ করেন জালাল ইউনুস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম