ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  2:33 PM

news image

তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ, এটা আগেই জানা গিয়েছিল। এবার সিরিজের সূচিও চূড়ান্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ শুরু হবে দুই দলের লড়াই। পরের দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। এ ছাড়া ৩১ মার্চ শুরু প্রথম টেস্ট, ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট।

দেশটির ক্রিকেট বোর্ডের প্রেস রিলিজ থেকে জানা গেছে, প্রথম ও শেষ ওয়ানডে হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। এ ছাড়া দ্বিতীয় ওয়ানডে হবে ইম্পেরিয়াল ওয়ান্ডারারসে। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হতে যাওয়া দুই টেস্টের প্রথমটি হবে ডারবানে। এ ছাড়া দ্বিতীয়টি হবে সেইন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ডে। সবশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ। সেবার এবং আগের সব সফর মিলিয়ে, কখনোই কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি টিম টাইগার্স। তিন সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচের সবগুলোতেই জুটেছে হার।

একনজরে ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ
১৮ মার্চ-প্রথম ওয়ানডে-সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক
২০ মার্চ-দ্বিতীয় ওয়ানডে-ইম্পেরিয়াল ওয়ান্ডারারস
২৩ মার্চ-তৃতীয় ওয়ানডে-সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক

টেস্ট সিরিজ
৩১ মার্চ-৪ এপ্রিল-প্রথম টেস্ট-ডারবান
৮ এপ্রিল-১২ এপ্রিল-দ্বিতীয় টেস্ট-সেইন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ড

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম