ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

বাংলাদেশের জন্য জাপান রোল মডেল : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৩,  4:58 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাপান যেভাবে তাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করেছে, তা অনুকরণীয়। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য জাপান রোল মডেল। রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-জাপান ইকনোমিক রিলেশনস ফর দ্য নেক্সট ফিফটি ইয়ার্স : ফর দ্য ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, দেশের জনশক্তি যত দক্ষ হবে বাইরের দেশ থেকে তত বেশি বিনিয়োগ আসবে। প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে এমন একটি জনশক্তি গড়ে তুলতে হবে, যা দেশের প্রবৃদ্ধির জন্য সহায়ক হয়। কোনো দেশের জনশক্তি দক্ষ হলে খুব কম সময়ের মধ্যেই সে দেশে বেশি ফলাফল আসতে বাধ্য। আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের হাতে সম্পদ বলতে তেমন কিছুই ছিল না; যা ছিল তা হলো তাদের জনশক্তি। দেশটি জনশক্তিকে কাজে লাগিয়ে এতদূর এসেছে। এখান থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ার মধ্যে ভারতের পরেই বাংলাদেশের বৃহৎ রপ্তানির বাজার জাপান। গত বছর জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় দুই বিলিয়ন ডলার। ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশে উন্নত হবে। এক্ষেত্রে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির কোনো বিকল্প নেই। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির সম্ভাবনা রয়েছে। দেশে বিকাশমান একটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি হচ্ছে। এতে করে একদিকে বড় হচ্ছে ভোক্তা বাজার, অন্যদিকে বাড়ছে দক্ষ জনশক্তির সংখ্যা। জাপানের বিভিন্ন কোম্পানি চাইলে এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাপানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতুসি নিশিমুরা, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম