ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

বরিশালে মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননা প্রদান

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  9:29 PM

news image

ক্যাপসনঃ শনিবার (৩০ জুলাই) বরিশালে মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশালে মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু। অনুষ্ঠানে জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা মরণোত্তর সম্মাননা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম এর সন্তান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। পরে বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক খোকা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমানের পরিবারের সদস্যদের হাতে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংক্ষিপ্ত এক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম