ঢাকা ১৭ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে স্বাস্থ্যের আলোচিত সেই মালেকের ৫ ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড আগামী পাঁচদিন ঝড়-শিলাবৃষ্টির আশঙ্কা ২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার চীনের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল দ্রুতই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি সাতরাস্তায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

#

২৪ জুন, ২০২২,  9:17 PM

news image

ক্যাপসনঃ শুক্রবার (২৪ জুন) বরিশালে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে উপস্থিত সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজাসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: সুষ্ঠু ফৌজদারী বিচার নিশ্চিত করণার্থে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সমন্বয় বৃদ্ধিতে বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকেলে বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রিসি আয়োজিত এ কনফারেন্সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বউপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা। সভায় বক্তব্য রাখেন সদ্য পদন্নতীপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন-পিপিএিম, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, পুলিশ সুপার (পিবিআই) হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহির উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, সিনিয়র জেল সুপার রতœা রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজ আলম ও মনিরুজ্জামান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, র‌্যাব ৮ এর সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রিজভী মৌরী, শারমিন সুলতানা সুমি, মওদুদ আহমেদ, মোঃ নুরুল আমিন, মাহফুজুর রহমান ও রেনেসা খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট লস্কর নুরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ প্রমুখ। সভায় বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন। সম্মেলনে মামলার পেন্ডিং প্রসেস জারীর ক্ষেত্রে সমস্যা সমূহ চিহ্নিত ও দূরীকরণ, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়া কালীন নিরাপত্তা, অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন মামলার আসামীদের সময়মত আদালতে হাজিরকরণ, ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিতকরণ, আদালত অঙ্গন, বিচারক ও আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিন্তকরণ, মালখানা থেকে সময়মত আলামত হাজিরকরণ, ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সহযোগিতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, আদালতের নির্দেশনা মোতাবেক যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ নিশ্চিতকরণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের পরামর্শ দেয়া হয়। অতিথিরা আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে কিছুটা চ্যালেঞ্জ নিতে হয়। পুলিশ ও বিচার বিভাগ সমন্বিতভাবে কাজ করলে মামলার জট কমাসহ বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। এতে করে ন্যায় বিচারও নিশ্চিত হবে বলে বক্তারা মনে করেন। সভায় পুলিশ সুপার মারুফ হোসেন পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হওয়ায় তাকে জুডিসিয়ারি ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম