NL24 News
২৫ জানুয়ারি, ২০২৬, 3:06 PM
বগুড়াকে সিটি কর্পোরেশন ও পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির
মতলুবর রহমানঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ১০ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে এবং সেখানে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, বগুড়াকে কেন্দ্র করেই উত্তরাঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও সাংস্কৃতিক উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, “আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করবো এবং এখানে একটি আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবো। বগুড়া হবে উত্তরবঙ্গের শিক্ষা ও উন্নয়নের কেন্দ্রবিন্দু।” দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন,
“চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জনগণের একটি টাকাও অন্যায়ভাবে গ্রহণ করা হবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।” চাঁদাবাজদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের কোথাও চাঁদাবাজদের কোনো জায়গা থাকবে না। নিরাপত্তা ও নিরাপদ সমাজ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।” নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। আপনারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।” সমাবেশে বগুড়ার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির এবং তাঁদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
প্রার্থীরা হলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) মো. শাহাবুদ্দিন, বগুড়া-২ (শিবগঞ্জ) আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, বগুড়া-৩ (আদমদীঘি –দুপচাঁচিয়া) নূর মোহাম্মদ, বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) মো. মোস্তফা ফয়সাল, বগুড়া-৫ (শেরপুর–ধুনট) দবিবুর রহমান, বগুড়া-৬ (সদর) মো. আবিদুর রহমান এবং বগুড়া-৭ (গাবতলী– শাজাহানপুর) গোলাম রব্বানী। জনসভাকে ঘিরে জামায়াত, ছাত্রশিবির ও ১০ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের দাবি, বগুড়ায় ১০ দলীয় জোটের পক্ষে ব্যাপক জনসমর্থন ও শক্তিশালী নির্বাচনী জোয়ার তৈরি হয়েছে। এর আগে জামায়াত আমির পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, গাইবান্ধার পলাশবাড়ী এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। পরে তিনি বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জ ও পাবনায় পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।