ঢাকা ২৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেক সভায় ৪৫ হাজার কোটির প্রকল্প অনুমোদন বগুড়াকে সিটি কর্পোরেশন ও পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির ‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের ক্ষমতায় গেলে দুটি প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার তারেক রহমানের এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে: নাহিদ ইসলাম ‘আ. লীগ যা করেছে, তা বিএনপির কেউ করলে ব্যবস্থা নেব’ : মির্জা ফখরুল নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি কূটনীতিকদের আস্থা শতভাগ: সিইসি ইতিহাস গড়ে সাফ ফুটসালের শিরোপা জিতল বাংলাদেশ ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের জনসভায় তারেক রহমান

ক্ষমতায় গেলে দুটি প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার তারেক রহমানের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  2:52 PM

news image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দুটি প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এর একটি হলো-কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরটি হলো-দুর্নীতির টুটি চেপে ধরা।’ আজ রোববার চট্টগ্রাম পোলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এই দুই প্রতিশ্রুতি দেন। বিএনপি চেয়ারম্যান জানান, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ–অপকর্ম করেছে তাদের ছাড় দেওয়া হয়নি। এমনকি দলীয় কেউ হলেও ছাড় দেয়নি বিএনপি সরকার। এ সময় তারেক রহমান উল্লেখ করেন, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় গেলে কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। জনসভায় আওয়ামী লীগের ১৯৯৬–২০০১ আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরে তারেক রহমান জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমেছে। দুর্নীতির কড়াল গ্রাস থেকে দেশকে মুক্ত করেছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে ‘দুর্নীতির টুটি চেপে ধরা হবে।’ তারেক রহমান আরও বলেন, ‘আমরা আপনাদের ভোটের মাধ্যমে আগামী ১২ তারিখে সরকার গঠনের সুযোগ পেলে সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই।’ এর আগে রোববার বেলা ১২টা ১৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। সে সময় মুহুমুর্হু করতালিতে পুরো সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে। এটি তারেক রহমানের নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্ব। এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামের সমাবেশ শেষে বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম