ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি যেন মানিকগঞ্জের রিতা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী

ফ্রান্সে বাংলাদেশি সেলুন ব্যবসার সম্ভাবনা নিয়ে নতুন উদ্যোগ

#

২৮ মে, ২০২৫,  11:42 AM

news image

ফ্রান্স প্রতিনিধি:  বর্তমানে ফ্রান্সে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এক লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এই সংখ্যা দিন দিন বাড়ছে, ফ্রান্সের বিভিন্ন শহরে পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। এই প্রবাসী বাংলাদেশিদের একটি উল্লেখযোগ্য অংশ এখন কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করছেন। বাংলাদেশি কমিউনিটির একটি সাধারণ চাহিদা হলো পরিচ্ছন্ন ও মানসম্পন্ন সেলুন বা হেয়ার কাটিং সেন্টার, যা বহুদিন ধরেই উপেক্ষিত থেকে গেছে। অধিকাংশ সেলুনে ভাষাগত দুর্বোধ্যতা, সংস্কৃতিগত অসামঞ্জস্য এবং মুসলিম গ্রাহকদের উপযোগী পরিবেশের অভাব থাকায় বাংলাদেশি কমিউনিটির মাঝে নিজেদের উপযোগী সেলুনের একটি প্রবল চাহিদা তৈরি হয়েছে।এই বাস্তবতাকে কেন্দ্র করেই কিছু উদ্যমী বাংলাদেশি উদ্যোক্তা এগিয়ে এসেছেন নতুন সেলুন প্রতিষ্ঠার পরিকল্পনায়। মো: জিসাদ রহমান ও শাহাজাহান আহমেদ এর যৌথ মালিকানায় এম আর এস বার্ভার নামে কেতসিমায় এলাকায় প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠানটি। তাঁদের মতে, “বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য ও কমিউনিটি-বান্ধব সেলুন খুবই প্রয়োজন। যেখানে শুধু হেয়ার কাটিং নয়, ইসলামী মূল্যবোধ, হাইজিন এবং পারিবারিক গ্রাহকদের উপযোগী পরিবেশ নিশ্চিত থাকবে।” প্রতিষ্ঠানটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন  বিএনপি নেতা মোঃ আব্দুর রহিম,মোঃ রেজাউল করিম,মোহাম্মদ মাহফুজ খান রফিকুল হক রাসেল,মোহাম্মদ হাসিন মিয়া,শেখ নুরুল ইসলাম,কামরুল হাসান বিসিএফ সভাপতি এমডি  নুর, সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক নাজমুল কবির,সাংবাদিক ফেরদৌস আকঞ্জী,মোসাদ্দেক সাইফুল, মোহাম্মদ চাঁদ মিয়া,মিজান আলম,রুবেল আহমেদ,সুমন খান,মুবিন আহমেদ,সামাদ আহমেদ,জাহাঙ্গীর হোসেন,ইমরান আহমেদ সাংবাদিক মোসাদ্দেক হোসাইন।  রাজনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কায়ুম রহমান,আদাফ-এর পরিচালক ওয়াদুদ, সেলিম আহমেদ,আজহার আহমেদ, মো: কাওচার আহমেদ, সাইফুর সিফাত, শাহেদ ভূইয়া, রিপন মিয়া, ছানু মিয়া, কায়ুম হোসাইন (ইনু মিয়া), টিটু মিয়া, সুহেল গাজী।এই উদ্যোগের মাধ্যমে যেমন স্থানীয় বাংলাদেশিদের প্রয়োজন মিটবে, তেমনি কর্মসংস্থান তৈরি হবে নতুন প্রজন্মের তরুণদের জন্য। উদ্যোক্তারা পরিকল্পনা করছেন, হালাল বিউটি প্রোডাক্টস ব্যবহার এবং সপ্তাহে নির্দিষ্ট কিছু দিন কমিউনিটি অফার চালু রাখার। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকাল বাংলাদেশি পত্রিকা-টিভিতে প্রচার চালিয়ে এই উদ্যোগকে আরো সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাদের বিশ্বাস, প্রবাসে নিজেদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শুধু ব্যবসা নয়, কমিউনিটি উন্নয়নে একটি কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির জন্য এই সেলুন উদ্যোগ নিঃসন্দেহে একটি সময়োপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ। যথাযথ পরিকল্পনা, প্রশিক্ষিত কর্মী এবং আন্তরিকতা থাকলে এই উদ্যোগ একদিকে যেমন ব্যবসায়িক সফলতা বয়ে আনবে, তেমনি সমাজের একটি গুরুত্বপূর্ণ চাহিদাও পূরণ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম