নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি, ২০২৬, 12:08 PM
ফেলানী হত্যার প্রতিবাদে আধিপত্যবাদ বিরোধী যাত্রা আয়োজন এনসিপির
ভারতীয় বাহিনী বিএসএফ কর্তৃক ফেলানী হত্যার ১৫ বছরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর এর আয়োজনে আধিপত্যবাদ বিরোধী যাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার (৭ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে একটি ফটোর্কাড সেয়ার লেখা হয়েছে, আধিপত্যবাদবিরোধী মার্চ। এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখা বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহজাদপুর থেকে ভারতীয় হাইকমিশন পর্যন্ত এই আধিপত্যবাদ বিরোধী যাত্রার আয়োজন করেছে। উল্লেখ্য, সীমান্তে বিচারবহির্ভূত হত্যা ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে সকল নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।