ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

ফের আলোচনায় ইলন মাস্ক

#

বিনোদন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  10:33 AM

news image

আবারও খবরের শিরোনামে টেসলা কর্ণধার ইলন মাস্ক। কোনও নতুন প্রযুক্তি বা টুইট করার জন্য নয়। এবারের কারণ তার নতুন বান্ধবী। ইলনের সঙ্গে তার স্ত্রী, কানাডিয়ান গায়িকা গ্রিমসের বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। বিয়ে টিকেছিল তিন বছর। ৫০ বছর বয়সী মাস্ক তারপর থেকে কারও সঙ্গে ডেট করছেন বলে শোনা যায়নি। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসে নিজের ব্যক্তিগত বিমান থেকে নামার সময় এক রহস্যময়ী তরুণীর সঙ্গে ইলন মাস্ককে দেখা যায়। মাস্কের পক্ষ থেকে কিছু জানা না গেলেও ২৭ বছর বয়সী নাতাশার জন্ম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। মাস্কের সঙ্গে নাম জড়ানোর আগে থেকেই তিনি একজন সফল অভিনেত্রী। ছোট থেকেই অভিনয়ে হাতে খড়ি নাতাশার।

মাত্র ১৪ বছর বয়সেই অস্ট্রেলীয় থিয়েটারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের জুলিয়েট চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেন। তারপর নাতাশা চলে আসেন নিউ ইয়র্কে। সেখানকার ‘অ্যাটলান্টিক অ্যাক্টিং স্কুল’-এ পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে চলে আসেন লস অ্যাঞ্জেলসে। সেখানেই আপাতত তার বসবাস। কর্মজীবনে সাফল্য আসে বেশ কয়েক বছর পর। ২০১৭ সালে বিতর্কিত পপ-গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনী নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ ‘ব্রিটনি এভার আফটার’-এ ব্রিটনির চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেন নাতাশা। সমালোচক মহলেও প্রশংসিত হয় তার অভিনয়। ২০১৬ সালে কমেডি ছবি ‘হেইল, সিজার!’-এ জর্জ ক্লুনি, স্কারলেট জোহানসন ও জশ ব্রলিনের পাশে তাকে অভিনয় করতে দেখা যায়। ২০২০ সালে একটি অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই ইন্টারভেনশন’-এও অভিনয় করেন নাতাশা। ২০১৩ সালে ‘কাইট’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও তৈরি করেন তিনি। ‘ব্রিটনি এভার আফটার’ টেলিভিশন সিরিজে অভিনয়ই ঘুরিয়ে দেয় তার কর্মজীবনের মোড়। মার্কিন সঙ্গীত শিল্পী এলভিস প্রেসলির বায়োপিকেও দেখা যাবে নাতাশাকে। এলভিসের প্রথম বান্ধবী ডিক্সি লকির চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটিতে অস্টিন বাটলার, টম হ্যাঙ্কসের মতো অভিনেতারাও রয়েছেন। পরিচালনায় বাজ লুহরমান। ২০২২-র জুন মাসে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। অভিনয়ের পাশাপাশি হাইকিংয়ে যেতে ভালবাসেন নাতাশা। নেটমাধ্যমে তার প্রমাণও রয়েছে। আমেরিকার বিখ্যাত সব ট্যুরিস্ট স্পটে হাইকিংয়ে গিয়েছেন নাতাশা। যার মধ্যে অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন এবং ন্যাশনাল পার্ক। অভিনয়, হাইকিং ছাড়াও নানা সামাজিক বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজও করেন মাস্কের বান্ধবী। বিশ্ব উষ্ণায়ন, পশুদের ওপর অত্যাচার ইত্যাদি নানা বিষেয়ে জনগণের সচেতনতা গড়ে তোলার কাজ করে থাকেন। খবরে জানা গেছে, নাতাশা ও মাস্ক নাকি বেশ কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন এবং সম্প্রতি দু’জনে একে অপরের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছেন। এখনও পর্যন্ত তিনবার বিয়ে করেছেন ইলন মাস্ক। ছয় সন্তান রয়েছে তার। কানাঘুষা যদি সত্যি হয়, তবে নাতাশাই ২০২১-এর সেপ্টেম্বরের পর ইলন মাস্কের নতুন বান্ধবী। -সূত্র: ডেইলি মেইল, মিরর অনলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম