ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল

#

১৩ মে, ২০২৫,  10:57 AM

news image

পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘লুক পোস্টার’ প্রকাশ্যে এসেছে। পোস্টারটি ফেসবুকে প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লিখেছেন- "রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।" পোস্টারে ফারিণকে দেখা গেছে এক হাতে গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। তিনি পরে আছেন খয়েরি রংয়ের পোশাক, পায়ে হাই হিল। চারপাশে লাল রঙের আভা, মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়ে পড়ে থাকা কারও হাত, কারও পা দেখা যাচ্ছে। পোস্টারে অভিনেত্রীর চরিত্রে প্রেম ও সহিংসতার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। পরিচালক সমদ্দার বলেছেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ইনসাফের চিত্রনাট্য। তিনি জানান, আমাদের সিনেমার যে স্টোরি লাইন সেটা একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। বাংলাদেশ সমাজের এমন কিছু দিক আমরা তুলে ধরেছি যেটা এখনকার সময় উপযোগী ও দর্শক খুব সহজেই নিজের সাথে কানেক্ট করতে পারবেন। ঈদে মুক্তি দিতে ইনসাফের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুরসহ দেশেই হয়েছে ইনসাফ সিনেমার শুটিং। 'ইনসাফ' সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম, শরিফুল রাজ। তাদের লুক পোস্টার প্রকাশ পেয়েছে আরও আগেই। তিন পোস্টারেই অভিনয়শিল্পীদের হাতে রক্তমাখা কুড়াল দেখা গেছে। 'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে। বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম