ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

#

২৮ ডিসেম্বর, ২০২৫,  12:38 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে ‘Data-Driven Solutions: Unlocking New Possibilities’ শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান। ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসনুবা বিনতে ফরাজী ও হুমায়রা মাহজেবিন তুরিন অনুষ্ঠান সঞ্চালন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ডাটা সায়েন্সের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন এবং টেকসই উন্নয়নে পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান চাহিদার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের বৃহত্তর কল্যাণে এই খাতে গবেষণা আরও জোরদার করা জরুরি। সম্মেলনে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষকদের তিনি স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের সম্মেলন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পরিসংখ্যান ও ডেটা সায়েন্স শিক্ষার সঙ্গে বৈশ্বিক চাহিদার সেতুবন্ধন তৈরিতেও এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনে মূল প্রবন্ধ ও কারিগরি প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পরিসংখ্যানগত লার্নিং, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল পদ্ধতি এবং বাস্তব সমস্যা সমাধানে ডেটা সায়েন্সের প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পদ্ধতিগত উদ্ভাবন, নৈতিক ডেটা ব্যবহার এবং আন্তঃবিষয়ক সহযোগিতা নিয়ে গবেষকগণ আলোচনা করেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম