ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯ আজ বিশ্ব বাঁশ দিবস চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে : তারেক রহমান নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা যেভাবে বুঝবেন এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

প্রোটিয়াদের শিরোপা জিতিয়ে র‍্যাঙ্কিংয়ে মার্করামের বড় লাফ

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৫,  11:13 AM

news image

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির আরেক পুরস্কার পেয়েছেন এইডেন মার্করাম। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের দুয়ারে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার (১৮ জুন) প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। সাত ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন মার্করাম। ১০ নম্বরে থাকা নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলের (৭২৫) চেয়ে স্রেফ ২ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি (৭২৩)। লর্ডসের ফাইনালে চতুর্থ ইনিংসে ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ২০৭ বলে ১৩৬ রানের অসাধারণ ইনিংস খেলে সেরার পুরস্কার জেতেন মার্করাম। ৫ উইকেটের জয়ে ২৭ বছরের আইসিসি ট্রফি-খরা কাটায় দক্ষিণ আফ্রিকা। ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। এই সুযোগে ম্যাচ না খেলেও দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মিচেল। একইভাবে এক ধাপ করে এগিয়ে ভারতের রিশাভ পান্ত ও পাকিস্তানের সাউদ শাকিল যৌথভাবে আটে আছেন। ১৭ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের সঙ্গে যৌথভাবে ৪০ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড বেডিংহ্যাম। ফাইনালে প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ৪৫ ও লক্ষ্য তাড়ায় অপরাজিত ২১ রানের ইনিংস খেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথমবার তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুই ইনিংস মিলিয়ে মাত্র পাঁচ বল খেলতে পারা গ্রিন র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন আট ধাপ। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে প্রথম সাতটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। চূড়ায় আছেন ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান জো রুট। ফাইনালে ৯ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো দুই নম্বরে আছেন (৮৬৮ রেটিং পয়েন্ট)। চূড়ায় ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ (৯০৮ রেটিং পয়েন্ট)। এক ধাপ করে পিছিয়ে অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজেলউড পাঁচে ও স্পিনার ন্যাথান লায়ন ছয়ে আছেন। তাদের অবনমনে ম্যাচ না খেলেও দুই ধাপ এগিয়ে চারে আছেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। এক ধাপ এগিয়ে ভারতের রাভিন্দ্রা জাদেজার সঙ্গে যৌথভাবে ১০ নম্বরে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এই বাঁহাতি পেসার ফাইনালে দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও তিনি ১০ নম্বরে উঠেছেন তিন ধাপ এগিয়ে। মার্করাম বড় লাফ দিয়েছেন এখানেও। ৪৪ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে আছেন তিনি। ফাইনালে ম্যাচ জয়ী সেঞ্চুরির পাশাপাশি হাত ঘুরিয়ে তিনি উইকেট নেন ২টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম