ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
কাভার্ডভ্যান চুরি করে টুকরো টুকরো করে বিক্রি, গ্রেফতার ৩ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ আফগানিস্তানে এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতও ঘুষ চাইলে অভিযোগ করা যাবে ২ মন্ত্রণালয়ে আশুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজসহ ৫ দফা দাবী‌তে মানববন্ধন ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

প্রভার ‘কাউন্টডাউন’ শুরু

#

বিনোদন প্রতিবেদক

৩১ মে, ২০২২,  2:16 PM

news image

শোবিজ অঙ্গনে আলোচিত এক নাম সাদিয়া জাহান প্রভা। একাধারে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। জুটিবদ্ধ হয়ে এর আগেও দর্শক জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝে অবশ্য খুব বেশি জুটি বেঁধে ক্যামেরার সামনে দেখা যায়নি তাদের। তবে দর্শকের কাছে তাদের জনপ্রিয়তা কিন্তু এখনও আছে। এর ধারাবাহিকতায় ফের জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা। রয়েছেন আরও তারকা। এবার সকাল আহমেদের নির্মাণে ‘কাউন্টডাউন’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন প্রভা।

শাহ মো. নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ। এ প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ  বলেন, ‘দেশের বাইরে মালয়েশিয়ায় যাওয়া ১১ জন বন্ধুর গল্প এটি। তারা সেখানে গিয়ে নানান জটিলতায় পড়ে। সেখানে গিয়ে তাদের মধ্যে প্রেম হয়, আবার একটাপর্যায়ে ঘটে খুনের মতো ঘটনাও। মূলত এই গল্পের মধ্যে আরও অনেক গল্প আছে। সেটা বন্ধুত্ব, প্রেম, থ্রিলার, রহস্য।’ শুটিং করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে দেশের বাইরে শুটিং করতে গেলে সুবিধা, অসুবিধাও আছে। তবে গল্পের ভাবনা অনুয়ায়ী আমরা চেষ্টা করেছি গতানুগতিক দেশের বাইরের নাটক গুলো থেকে বের হয়ে এসে একটু ভিন্ন ভাবে প্রেজেন্ট করার। বাকি আশা রাখি দর্শক নাটকটি দেখে বলতে পারবেন কেমন হলো আমাদের কাউন্টডাউন।’ খুব শিগগিরই দীর্ঘ এই ধারাবাহিক নাটকটি আরটিভিতে প্রচার শুরু হবে বলে জানায় নির্মাণ সূত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম