ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের বিবৃতি রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান ‘আল্লাহ-ই যথেষ্ট’, ভিডিও বার্তায় খামেনির কার্যালয় শেরপুরে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু রাজনৈতিক সহিংসতা ঘিরে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা সাময়িক বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সেবা পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ল স্বর্ণের দাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

প্রতিদিন চুল আঁচড়ানোর উপকারিতা

#

২৫ অক্টোবর, ২০২১,  12:02 PM

news image

আমাদের অনেকেরই হয়তো জানা নেই চুল আঁচড়ানো চুলের জন্য কতটা উপকারী। চুলের স্বাস্থ্য ভালো রাখতে হলে রোজ চুল আঁচড়ানো উচিত। নিয়মিত চুল না আঁচড়ালে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ধীরে ধীরে চুল খারাপ হওয়া শুরু হয়। এছাড়া চুলের সৌন্দর্য হ্রাস পেতে শুরু করে। তাই জেনে নিন চুল আঁচড়ানোর কিছু উপকারিতা সম্পর্কে-

চুল পরিষ্কার থাকে

চুল আঁচড়ালে চুল পরিষ্কার থাকে। চুল পরিষ্কার রাখার জন্য আমরা অনেকে শ্যাম্পু ব্যবহার করে থাকি। কিন্তু চুল পরিষ্কার রাখতে চুল আঁচড়ানো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশের নানা ক্ষতিকর উপাদান থেকে চুলকে বাঁচাতে নিয়মিত চুল আঁচড়ানো উচিত।

স্কাল্পে রক্ত চলাচল বাড়ে

চুল আঁচড়ালে স্কাল্পে রক্ত চলাচল বেড়ে যায়। ফলে একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে চুলের স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়। পাশাপাশি চুল পড়াও কমে যায়।

প্রাণোচ্ছল হয়ে ওঠে

প্রতিদিন চুল আঁচড়ালে চুল প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে। চুলে যেকোনো প্রসাধনী ব্যবহারের আগে চুল আঁচড়ানোর অভ্যাস করুন।

স্কাল্প সুস্থ রাখে

আমাদের স্কাল্পে নানা ধরনের এসিড জমতে থাকে। আর এই এসিড পরিষ্কার না করলে স্কাল্পে নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। এক্ষেত্রে চুল আঁচড়ালে স্কাল্পে জমে থাকা এসিডের স্তর সরে যায়। তাই নিয়মিত চুল আঁচড়ানো উচিত।

উজ্জ্বলতা বাড়ে

প্রতিদিন চুল আঁচড়ালে চুলের গোড়ায় একাধিক হরমোনাল এবং তেলের গ্রাল্ডগুলো অ্যাকটিভ হয়ে যায়। ফলে চুলের উজ্জ্বলতা বেড়ে যাওয়ার পাশাপাশি সৌন্দর্যও অনেকগুণে বেড়ে যায়। চুল প্রাণ ফিরে পায়। তাই নিয়মিত চুল আঁচড়াতে হবে। তবে ভেজা চুল কখনো আঁচড়াবেন না। কারণ এসময় চুলের গোড়া খুব দুর্বল থাকে। এসময় চুল আঁচড়ালে চুল পড়া অনেক বেড়ে যায়।

বারবার আঁচড়ানো নয়

বারবার চুল আঁচড়ানো যাবে না। এতে চুলের ক্ষতি হয়। কেননা অতিরিক্ত চুল আঁচড়ানোর ফলে চুলে চুলে ঘর্ষণ বেড়ে যায়। ফলে চুল নষ্ট হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম