ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাসুমকে চড় : হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিসিবিকে আইনি নোটিশ সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে : ইসি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই : হানিফ চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল ইসির সঙ্গে ইইউ’র কারিগরি দলের বৈঠক নির্বাচন থেকে ছিটকে গেলেন মাহি বি চৌধুরী ফের পাল্টাপাল্টি কর্মসূচির পথে আ.লীগ ও বিএনপি ৩২ আসনে নেই স্বতন্ত্র প্রার্থী ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ রূপ নিলো গভীর নিম্নচাপ

পেটে গ্যাস, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে সমাধান পাবেন

#

স্বাস্থ্য ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৩,  10:54 AM

news image

পেটে জমে থাকা গ্যাস, যাকে চিকিৎসার ভাষায় বলে ট্র্যাপড গ্যাস। এর ফলে বুকে ও পেটে ভয়াবহ ব্যথার উপদ্রব হতে পারে। এটা খুব সাধারণ একটি সমস্যা। এই প্রতিবেদন থেকে জেনে নিতে পারেন ঘরোয়া উপায়ে এর সমাধানের উপায়। 

নড়াচড়া করা

কখনো পেটে গ্যাসের চাপ অনুভব করলে, প্রথমে উচিত হাঁটাচলা করা বা ব্যায়াম করা। তাহলে এই সমস্যা থেকে সাময়িক পরিত্রাণ পাওয়া যেতে পারে।

মালিশ নেওয়া

ব্যথার স্থানে মালিশ করলে এই গ্যাসের সমস্যাতে আরাম পাওয়া যেতে পারে। আর মালিশ করা গ্যাস নিঃসরণে সহযোগিতা করে।

যোগ ব্যায়াম করা

যোগ ব্যায়াম গ্যাস পাস করতে সাহায্য করে। গ্যাসের সমস্যার মুখোমুখি হলে কয়েকটি যোগ আসন করা যেতে পারে। যেমন, বালাসন, উষ্ট্রাসন, সেতুবন্ধাসন ইত্যাদি।

পানীয় পান করা

গ্যাসের সমস্যার সময় তরল পানীয় পান করা উচিত। হালকা কুসুম গরম পানি, আদা চা এসময়ে খুব উপকারী পথ্য।

ভেষজ খাদ্য খাওয়া

হালকা গরম পানির সাথে ধনিয়া, হলুদ ইত্যাদি ঔষধি মিশিয়ে খেলে আরামবোধ হয় গ্যাসের সমস্যাতে।

বেকিং সোডা

আশ্চর্য হলে গ্যাসের সমস্যার ক্ষেত্রে বেকিং সোডা বেশ লাভজনক। ১/২ চা চামচ বেকিং সোডা পানির সাথে মিশিয়ে খেলে আরামবোধ হয়। তবে বেশি পরিমাণ বেকিং সোডা খেলে ক্ষতির কারণ হতে পারে।

অ্যাপল সিডার ভিনেগার

এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে গ্যাসের সমস্যায় লাভ পাওয়া যায় বেশ ভালো। আপনাকে দিবে আরাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম