ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁইছুঁই

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪,  3:44 PM

news image

দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৪ জন। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে মোট ৮৪ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯৯ জনে এবং মোট আক্রান্ত হলো ৭৭ হাজার ৬০১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। অধিদপ্তরের সংবাদ  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৭৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি এক হাজার ৭৮২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন  ৫৩১ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে,  গত জুলাই মাসে আক্রান্ত ছিলেন ২৬৬৯ জন, মারা গেছেন ১৪ জন। আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু হয়েছিল ২৭ জনের। সেপ্টেম্বর মাসে মোট আক্রান্ত ১৮ হাজার ৯৭, মারা যান ৮০ জন। একইভাবে অক্টোবর মাসে মোট আক্রান্ত হন ৩০ হাজার ৮৭৯ জন এবং মোট মৃত্যু হয় ১৩৪ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম