ঢাকা ২৫ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
২৩ দিনেই রেমিট্যান্স এলো ১৭২.৬ কোটি ডলার বিদেশ যেতে চেয়ে হাইকোর্টে ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট ২৬ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব, তালিকায় আছেন যারা মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন এআই জেনারেটেড প্রোফাইল পিকচার আসছে ইনস্টাগ্রামে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে মানাসহ ১০ নির্দেশনা আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী পান্ত ঢাকায় পণ্যবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

পুর্নিমা চাকমার রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটন ও বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

#

০১ নভেম্বর, ২০২১,  2:51 PM

news image

রাঙামাটি প্রতিনিধ: পুর্নিমা চাকমার রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটন ও বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। জানা যায় গত ২৯ অক্টোবর রোজ শুক্রবার রাঙামাটিতে পূর্ণিমা চাকমা নামক এক কলেজ ছাত্রী গলায় ফাস দিয়ে  মৃত্যুবরন করেন।উক্ত বিষয়টি নিয়ে  আজ ১ নভেম্বর সকালে  মেয়ের বাবা সাধন চাকমা ও জুড়াইছড়ি উপজেলাবাসীর সমন্বয়ে শিক্ষার্থীরাসহ  রাঙামাটি   জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।  উক্ত মানব বন্ধনে নিহত পুর্নিমা চাকমার বাবা সাধন চাকমা জানান,তার মেয়ের পুর্নিমা চাকমা মৃত্যুটি একটি পরিকল্পিত হত্যা।কোন একজন বা একাধিক ব্যাক্তি মিলে উক্ত  হত্যাকান্ডটি ঘটিয়েছেন বলে তিনি সন্দেহ পোষন করেন। পুর্নিমা চাকমা রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সে রাঙামাটি শহরে রাজবাড়ি এলাকায় জৈনেক ব্যাক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। উক্ত বাসায় থাকাকালীন সময়ে তাকে একাধিকবার শারীরিক ও মানসিক ভাবে হয়রানি করা হয়েছে। তার মেয়ে তাদের এসব অত্যাচারের কথা  প্রকাশ করে দিবে এইভেবে তাকে হত্যা করে তার লাশ ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং পরবর্তীতে ঘটনার দামাচাপা দিতে আবার চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালেও নিয়ে যায়। যা থেকে সবাই ভাববে পূর্ণিমা চাকমা আত্মতহত্যা করেছে।তিনি পূর্ণিমা চাকমার বাবা হিসেবে তার মেয়ের লাশের সঠিক ময়নাতদন্ত করে সত্য ঘটনা উন্মোচন করার জন্য জোর দাবী জানান। সে সাথে তার মেয়ের হত্যার সাথে জড়িত  যারাই ছিল সকলকে  চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম