ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

পুর্নিমা চাকমার রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটন ও বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

#

০১ নভেম্বর, ২০২১,  2:51 PM

news image

রাঙামাটি প্রতিনিধ: পুর্নিমা চাকমার রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটন ও বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। জানা যায় গত ২৯ অক্টোবর রোজ শুক্রবার রাঙামাটিতে পূর্ণিমা চাকমা নামক এক কলেজ ছাত্রী গলায় ফাস দিয়ে  মৃত্যুবরন করেন।উক্ত বিষয়টি নিয়ে  আজ ১ নভেম্বর সকালে  মেয়ের বাবা সাধন চাকমা ও জুড়াইছড়ি উপজেলাবাসীর সমন্বয়ে শিক্ষার্থীরাসহ  রাঙামাটি   জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।  উক্ত মানব বন্ধনে নিহত পুর্নিমা চাকমার বাবা সাধন চাকমা জানান,তার মেয়ের পুর্নিমা চাকমা মৃত্যুটি একটি পরিকল্পিত হত্যা।কোন একজন বা একাধিক ব্যাক্তি মিলে উক্ত  হত্যাকান্ডটি ঘটিয়েছেন বলে তিনি সন্দেহ পোষন করেন। পুর্নিমা চাকমা রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সে রাঙামাটি শহরে রাজবাড়ি এলাকায় জৈনেক ব্যাক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। উক্ত বাসায় থাকাকালীন সময়ে তাকে একাধিকবার শারীরিক ও মানসিক ভাবে হয়রানি করা হয়েছে। তার মেয়ে তাদের এসব অত্যাচারের কথা  প্রকাশ করে দিবে এইভেবে তাকে হত্যা করে তার লাশ ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং পরবর্তীতে ঘটনার দামাচাপা দিতে আবার চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালেও নিয়ে যায়। যা থেকে সবাই ভাববে পূর্ণিমা চাকমা আত্মতহত্যা করেছে।তিনি পূর্ণিমা চাকমার বাবা হিসেবে তার মেয়ের লাশের সঠিক ময়নাতদন্ত করে সত্য ঘটনা উন্মোচন করার জন্য জোর দাবী জানান। সে সাথে তার মেয়ের হত্যার সাথে জড়িত  যারাই ছিল সকলকে  চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম