পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড; স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর, ২০২৪, 10:56 AM
স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর, ২০২৪, 10:56 AM
পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড; স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর এবার অস্ট্রেলিয়ার জার্সিতেও ব্যাট হাতে তাণ্ডব চালালেন ট্রাভিস হেড। গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে টর্নেডো বইয়ে দিয়েছেন এই ওপেনার। তাতে প্রথম পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে, অজিরা জিতেছে ৬২ বল হাতে রেখেই। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন অভিষিক্ত ম্যাকগার্ক। টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে প্রথম ম্যাচে ডাক খেয়েছেন তিনি। পরের গল্পটা কেবলই হেড আর মিচেল মার্শের। এক উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে ১১৩ রান করে সফরকারীরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটিই সর্বোচ্চ রান। অজিরা পেছনে ফেলেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার ১০২ রানের রেকর্ডকে। প্রোটিয়াদের রেকর্ড ভাঙার আগে মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন হেড। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ২৫ বলে তুলেছেন ৮০ রান। তার আগে আউট হয়েছেন ৩৯ রানের ইনিংস খেলা মার্শও। এরপর ইংলিশের ১৩ বলে অপরাজত ২৭ এবং মার্কাস স্টইনিসের ৮ রানের কল্যাণে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।