ঢাকা ২৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সবার আগে বাংলাদেশ মেট্রোরেলের কার্ড অনলাইনে রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম ব্রুনেইয়ের জালে ৮ গোল দিল বাংলাদেশ অভিনেতা ধর্মেন্দ্র আর নেই নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা ঢাবি অধ্যাপক হাফিজুর রহমানের কারামুক্তিতে বাধা নেই যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, সেই আইনের অবসান চাই: অ্যাটর্নি জেনারেল

পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  1:53 PM

news image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিবহন পুলের চলমান ৪০৬ গাড়িচালকের নিয়োগ কার্যক্রম ও প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম আটকে গেল বলে আইনজীবীরা জানিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা সম্পূরক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. জামিল হক। আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, ২০১৮ সালে ইউএনও অফিসে কর্মরত ২৮ জন গাড়িচালকের চাকরি স্থায়ী করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই সময় ৩০ দিনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল। এরপর তিন বছর অতিক্রান্ত করলেও এই রায় বাস্তবায়নের পদক্ষেপ না নিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পরিবহন পুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালে আবেদনকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন এবং ওই সময়ের (২০২১ সালের) নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ চাইলে হাইকোর্ট সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। একই সঙ্গে ২০২১ সালের ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন। পরিবহন পুলের পক্ষ থেকে ২০১৮ সালের রায় ও ২০২১ সালের আদালত অবমাননা সংক্রান্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি আপিল দায়ের করা হয়। চলতি বছরের গত ১৮ মার্চ দুটি আপিলই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করেন। এরপর গত ৩ সেপ্টেম্বর পরিবহন পুল হাইকোর্ট ও আপিল বিভাগের রায় অমান্য করে ৪০৬ জন নতুন গাড়িচালক নিয়োগের বিষয়ে লিখিত পরীক্ষার প্রক্রিয়া শুরু করেন।  এ ঘটনায় আবেদনকারীরা হাইকোর্টে পূর্বে দায়ের করা আদালত অবমাননার মামলায় সম্পূরক আবেদনে নিয়োগ সংক্রান্ত গত বছরের ১৭ নভেম্বর জারি করা সার্কুলার স্থগিতের আবেদন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম