ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

পরকীয়ার গুঞ্জন, মুখ খুললেন নায়িকা

#

বিনোদন ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২১,  11:20 AM

news image

ভালোবেসে ঘর বেঁধেছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত ও পরিচালক তথাগত মুখার্জি। বেশকিছু দিন ধরে তাদের সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। বর্তমারে আলাদা থাকছেন তারা। কিন্তু বিয়েবিচ্ছেদ হয়েছে কিনা তা নিশ্চিত নয়। এদিকে জোর গুঞ্জন উড়ছে, দেবলীনার সঙ্গে সংসার ভাঙার কারণ অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি। তথাগতর ‘ইউনিকর্ন’ সিনেমায় প্রাধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। আর এ সিনেমার সেট থেকেই বিবৃতির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান তথাগত।

শুধু তাই নয়, বিবৃতি-তথাগত লিভ ইন করছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এই পরিচালক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিবৃতি চ্যাটার্জি। বেশ কিছুদিন ধরে তথাগতর সঙ্গে বিবৃতির পরকীয়া সম্পর্কের খবরে সরব টলিপাড়া। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকার কারণ ব্যাখ্যা করে বিবৃতি বলেন—‘মাত্র ৩ দিন আগে কলকাতায় ফিরেছি। কাজের জন্য মুম্বাইয়ে ছিলাম। যদিও মুম্বাইয়ে বসেই বিভিন্ন ফোন এবং বার্তায় এই গুজবের কথা জেনছি।’ বিয়েবিচ্ছেদ ও তথাগতর সঙ্গে পরকীয়ার গুঞ্জন চাউর হওয়ার পর দেবলীনা কিংবা তথাগতর সঙ্গে দেখা বা কথা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে বিবৃতি বলেন—‘প্রত্যেকেই কাজে ব্যস্ত। কারো সঙ্গে আলাদা করে দেখা হয়নি, কথাও হয়নি এ সব নিয়ে। আর তথাগতদা-দেবলীনাদির আলাদা থাকার ব্যাপারে আমি কিছুই জানি না। তার চেয়েও বড় কথা, এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমি কেন ওদের সঙ্গে কথা বলব? বিয়ের সময়তো আমার অনুমতি নিয়ে তারা বিয়ে করেননি তাই না! আর যখন আলাদা হচ্ছেন, তখনই বা কেন আমার সঙ্গে কথা বলবেন?’

‘ভটভটি’ সিনেমার শুটিং চলাকালে নায়ক ঋষভ বসুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিবৃতি। গত বছর এ সম্পর্ক ভেঙে গেছে তাদের। বিবৃতি বলেন, ‘গুজব রটানোর কাজটা ঠিক করে করতে পারে মানুষ। আমার সঙ্গে ঋষভের নাম জড়ালেও বরং ঠিক হতো।’ তথাগত-দেবলীনা একসঙ্গে থাকছেন না। কয়েক দিন আগে তা নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তথাগত বলেন—‘আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। এই মুহূর্তে মা-বাবাকে নিয়েই ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে তাদের গায়ে যাতে কোনো আচ না লাগে তার প্রাধান্য দিচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম