ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন র‌্যাব-১৩'র অভিযানে ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯

নেশনস লিগের ফাইনাল দেখতে এসে দর্শকের মৃত্যু

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৫,  11:09 AM

news image

নিজ দেশ জার্মানি নেশনস লিগের ফাইনালে না উঠলেও পর্তুগাল-স্পেন ম্যাচ দেখতে এসেছিলেন এক দর্শক। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই ফাইনাল দেখতে এসেছিলেন সেই জার্মান দর্শক। কিন্তু ম্যাচ শেষে আর ঘরে ফিরতে পারলেন না তিনি। ফিরেছেন সৃষ্টিকর্তার কাছে। গতকাল প্রথমার্ধের যোগ করা সময়ে পরপারে পাড়ি জমান তিনি। গ্যালারির ওপরের অংশ থেকে নিচে প্রেসবক্সের সামনে পড়ে যান তিনি। পড়ার পর কিছুক্ষণ মৃত্যুর সঙ্গেও লড়াই করেছেন তিনি। তবে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পরেও জার্মান দর্শককে বাঁচানো যায়নি। সেই দর্শকের নাম জানা না গেলেও তার বাড়ির ঠিকানা জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম বিল্ড। গারমিশ-পার্টেনকিরচেন তার বাড়ি। দর্শকের মৃত্যু নিশ্চিত করে উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘মিউনিখ অ্যারেনায় খেলার চলাকালীন জরুরি মেডিক্যালের প্রয়োজন হয় এবং সর্বোচ্চ চেষ্টার করেও ওই ব্যক্তিকে বাঁচাতে পারেননি মেডিক্যাল টিম। এমন কঠিন মুহূর্তে তার প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’ টাইব্রেকারে পর্তুগালের কাছে ফাইনাল হারলেও ম্যাচ শেষে দর্শকের মৃত্যুতে সমবেদনা জানাতে ভুলে যাননি লুইস দে লা ফুয়েন্ত। স্পেনের কোচ বলেছেন, ‘যিনি আজ গ্যালারিতে মারা গেছেন সেই দর্শকের পরিবারের প্রতি আমার সমবেদনা। এটা আমাদের আরেকবার অনুধাবন করাল জীবন কতটা গুরুত্বপূর্ণ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম