আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২২, 11:39 AM
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নামিবিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নামিবিয়া। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পায়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারায় নামিবিয়। একই দিন সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারায় নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় দুই দলের সুপার টুয়েলভের দিকে এগিয়ে যাওয়ার ম্যাচ। গত আসরে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেই চমক দেখিয়েছিলো নামিবিয়া। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে খেলেছে তারা। এবারও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আরও বড় চমক দেখালো নামিবিয়া। টি-টোয়েন্টিতে দু’বার দেখা হয়েছে নামিবিয়া ও নেদারল্যান্ডসের। সমান একবার করে জয় পেয়েছে দু’দল। ২০১৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বাছাই পর্বের ম্যাচে ৪৪ রানে জিতেছিলো নেদারল্যান্ডস। আর পরের বার গত বিশ্বকাপে ৬ উইকেটে জিতেছিলো নামিবিয়া।