নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি : মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২২, 1:57 PM
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২২, 1:57 PM
নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি : মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি। হামলা-মামলা করে তাদের আর দমানো যাবে না। মঙ্গলবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোশাররফ বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে সরকার। তারা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মোশাররফ বলেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি। সরকার ক্ষমতায় টিকে থাকতে অতিরঞ্জিত কথা আর সত্যের সাথে সম্পর্ক নেই এমন মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে। রাজপথে আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আলোচনা না করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে সরকার। তা আর হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে। তিনি বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ মহাসমাবেশে রূপ নিয়েছিল। আগামীতে আরও মহাসমাবেশ হবে। আমান বলেন, গ্রেফতার করা সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে ২০১৪-১৮ এর মতো আবারও একতরফা নির্বাচন করতে পারবে না সরকার। সেই আশার গুড়ে বালি।