ঢাকা ০৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে: ফখরুল ‘রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে’ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই চাল আমদানি ও ভালো ফলন সত্ত্বেও বাড়ছে দাম, চাপে ভোক্তা ও অর্থনীতি আবারও ভোলায় ধর্ষণকাণ্ড, অভিযোগ বিএনপির ২ কর্মীর বিরুদ্ধে

নিজেকে ক্ষমতাধর মনে করি: ইয়ামি

#

বিনোদন ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  11:14 AM

news image

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী ইয়ামি গৌতমের ‘এ থার্সডে’ সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমাটি দারুণ প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটিতে ‘নয়না’র মতো তীব্র ও বলিষ্ঠ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। নিজের এমন সাফল্যে এবং নারী দিবস উপলক্ষে তার চিন্তা-ভাবনাসহ নানা বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখী হয়েছেন তিনি। ইয়ামি বলেন, ‘পৃথিবীর সকল নারীই অনেক সম্মানের সঙ্গে বেঁচে আছে। এ জন্য আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি। এমনকি যখন নারীদের কাজের প্রশংসা শুনি তখন নিজেকে ক্ষমতাধর মনে করি। এছাড়া আপনি ইতিহাসের দিকে তাকালে দেখবে অনেক দেবী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন। এগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তবে সবাইকে নারীদের সুরক্ষা, সুযোগ তৈরি, শিক্ষাসহ নানা ক্ষেত্রে আরও নজর দিতে হবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন নারীর সম্মান এবং মর্যাদা রক্ষায় কখনোই আপোস করা উচিত নয়। কখনোই ঝুঁকির মধ্যে থাকা উচিত নয়, পরিবার ও সমাজের অগ্রগতির মতো নিজেদেরও আধুনিক করতে হবে, এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে প্রতিটি পরিবার নারীর সুরক্ষা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।’ উল্লেখ্য, শিগগিরই ইয়ামিকে অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ‘ওএমজি ২’, ‘লস্ট’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘দাসভি’ সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে হাজির হবেন বলে জানান ইয়ামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম