ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

নিউইয়র্কের ঐতিহাসিক সেই ভেন্যুতে পারফর্ম করবে অ্যাশেজ

#

বিনোদন ডেস্ক

০২ অক্টোবর, ২০২৫,  11:19 AM

news image

প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ড ‘অ্যাশেজ’। ঐতিহাসিক এই স্থানে দলটি পারফর্ম করবে আগামী ৫ অক্টোবর। কনসার্টের জন্য ‘অ্যাশেজ’ উড়াল দিচ্ছে শুক্রবার। কনসার্ট শেষ করে ৯ অক্টোবর দেশে ফিরবে দলটি। এটি তাদের যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সফর। উচ্ছ্বাস প্রকাশ করে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, কুইন্স থিয়েটারে আমরা একক শো করতে যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড। এই জায়গার কথা অনেক শুনেছি। আমরা অপেক্ষায় সেখানকার দর্শকদের সেরা মুহূর্ত উপহার দিতে। এই গায়ক বলেছেন, দেশে ও দেশের বাইরে দলটির কনসার্টের সংখ্যা আগে থেকে বেড়েছে। গেল জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে কনসার্ট করেছে দলটি। কুইন্স থিয়েটার নিউ ইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত মঞ্চটি মূলত আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটারের জন্য ব্যবহৃত হত। ১৯৯৩ সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করে আরও সুবিধাসম্পন্ন মঞ্চে রূপান্তর করা হয়। চলতি বছরের শেষে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে ‘অ্যাশেজ’। দশটি গান দিয়ে সাজানো এই অ্যালবামের শিরোনাম ‘বিভ্রম’। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন- জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)। ২০০৬ সালে যাত্রা করে ‘অ্যাশেজ’ ব্যান্ড। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। ‘অ্যাশেজের’ ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের দুটি অ্যালবাম রয়েছে। এই দুই অ্যালবামের ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তুমি আয়না দেখ না’, ‘তারাবাতি’, ‘সে আমারে’, 'আমার দিকে তাকিয়ে সে', ‘ছারপোকা’, ‘আয়না’ ‘ধুলোবালি’ সহ আরও কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম