ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

নারী বিশ্বকাপ: বাংলাদেশকে ১১০ রানে হারিয়েছে ভারত

#

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ, ২০২২,  2:06 PM

news image

নারী বিশ্বকাপে মঙ্গলবারের (২২ মার্চ) ম্যাচে বাংলাদেশকে ১১০ রানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা অলআউট হয়ে যায় মাত্র ১১৯ রানে। টার্গেটটা ধরাছোঁয়ার বাইরে ছিল না। তবে সেই লক্ষ্যকে কঠিন করে তুলেন বাংলাদেশের নারীরা। ২৩০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ৫৪ বলে ১৯ রানই তার প্রমাণ। এ ছাড়া অন্য ব্যাটাররাও রান করতে অনেক বল খরচ করেছেন। যেখানে টার্গেটের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের ওভার প্রতি দরকার ছিল ৪.৬ করে, সেখানে বাংলাদেশের ধীর গতি ব্যাটিংয়ে আসতে আসতে তা অনেক বেড়ে দাঁড়ায়।

শুরুতেই বাংলাদেশের উইকেট হারিয়ে ম্যাচটা আরও কঠিন হয়ে পড়ে। ভারতের পূজা, স্নেহরা দারুণ বোলিং করেন। প্রথমে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধরনের বিপদে পড়া বাংলাদেশ সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৯ রানে অল আউট হয় নিগার সুলতানার দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সালমা খাতুন। ভারতের হয়ে চারটি উইকেট পেয়েছেন স্নেহ রানা। এই হারের পর নারী বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশের জন্য। অন্যদিকে এই জয়ে সেমির পথে একধাপ এগিয়ে গেল ভারত। এদিকে নারী বিশ্বকাপে মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত। ভারতের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রিতু মনি। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশের। ভারতে বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে তাদের বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। যার সবকটিতেই হার সালমা খাতুনদের। আজকের ম্যাচেও হার এড়াতে পারল না বাংলাদেশ। তবে এই ভারতকেই টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে মালয়েশিয়ায় ২০১৮ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম