ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

নারী ওয়ানডে বিশ্বকাপ: জয়ের স্বপ্ন দেখিয়েও হেরে গেলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  12:17 PM

news image

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত হেরে গেলো বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরে গেছে নিগার সুলতানা বাহিনী। নিবার (৫ মার্চ) ভোরে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন টাইগার বোলার ও ফিল্ডাররা। মাত্র ২০৭ রানেই দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় তারা।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মারিজান্নে ক্যাপ্প। ৪১ রান আসে লরা উলভার্টের ব্যাট থেকে। আর ৩৯ রান আসে ছলে ট্রিয়নের উইলো থেকে। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা শিকার করেন ৩ উইকেট। আর জাহানারা আলম ও রিতু মনি তুলে নেন ২টি করে উইকেট। ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যদিও শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতেই আসে ৬৯ রান। কিন্তু ওপেনার শামিমা সুলতানা ২৭ রান করে ফিরতেই পথ হারায় লাল-সবুজরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শামিমা আক্তার। এছাড়া ২৯ ও ২৭ রান করে যথাক্রমে নিগার ও রিতু। আর রুমানা আহমেদের ব্যাট থেকে আসে ২১ রান।  বাকিরা যাওয়া-আসার মধ্যেই থাকেন। শেষদিকে বাংলাদেশ একরকম একাই ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা। তার শিকার ৪ উইকেকট। ২ উইকেট নিয়ে তাকে সমর্থন জোগান মাসাবাতা ক্ল্যাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম