ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১, শতকোটির মালিক ২৭ ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

নাগা চৈতন্যকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করলেন সামান্থা

#

বিনোদন ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  2:08 PM

news image

নিজের জীবন থেকে নাগা চৈতন্যকে ঝেড়ে ফেলেছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, এবার সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। এবার এ অভিনেত্রী ইনস্টাগ্রামে সাবেক স্বামীকে ‘আনফলো’ করেছেন বলে বুধবার জানিয়েছে এনডিটিভি। সামান্থা পুরনো সব কিছু ভুলতে চাইলেও নাগা চৈতন্যের সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের সব ছবি এখনও রয়েছে। সাবেক স্ত্রীকে এখনও ‘ফলো’ও করছেন তিনি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ইন্ডাস্ট্রির ‘ইয়ে মায়ে চেসাভ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হন সামান্থা ও নাগা।

সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক প্রণয়ে রূপলাভ করে। ২০১৭ সালে তারা বিয়ে করেন। তাদের সম্পর্কের ফাটল সবার নজরে আসে যখন গত বছর সামান্থা নিজের সোশ্যাল মিডিয়া থেকে ‘আক্কিনেনি’ পদবি বাদ দেন। পরে সোশ্যাল মিডিয়ায় এক অভিন্ন বার্তায় তারা জানান, এক সংসারে তারা আর নেই। তেলেগু সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা ও নাগা একত্রে ‘মানাম’, ‘মাজিলি, ‘ইয়ে মায়া চেসাভ’, ‘অটোনগর সূর্য’সহ নানা সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে রাজি চরিত্রে অভিনয় করে সর্বভারতে জনপ্রিয় হয়ে ওঠা সামান্থা এখন দক্ষিণের সবচেয়ে দামি অভিনেত্রী। গত অক্টোবরে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি। বিচ্ছেদটা যে সামান্থাই চাইছিলেন, সেটিও পরে স্পষ্ট করেছিলেন দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য।  এর পর সামান্থা তার সোশ্যাল মিডিয়া থেকে নাগা চৈতন্যের সঙ্গে থাকা সব ছবি মুছে দিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম