ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি যেন মানিকগঞ্জের রিতা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী

নতুন বছরের প্রথম দিন থেকে ঢাবি প্রথম বর্ষের ক্লাস শুরু

#

ঢাবি প্রতিনিধি:

২৮ ডিসেম্বর, ২০২১,  4:06 PM

news image

আসছে বছরের প্রথম দিন থেকেই শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের। চারুকলা অনুষদের বিভাগসমূহের পাঠদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে অন্য অনুষদগুলোর ক্লাসও শুরু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিট প্রধানগণের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী, ১ জানুয়ারি শুরু হবে চারুকলা অনুষদের বিভাগসমূহের ক্লাস। আর ৯ জানুয়ারি শুরু হবে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগসমূহ এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের ক্লাস। এছাড়াও কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগসমূহ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লাস শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। এছাড়াও অনুষদগুলোকে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি কার্যক্রম ৭ জানুয়ারি মধ্যে এবং কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম আগামী ১৩ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া, বিভিন্ন কোটায় ভর্তিচ্ছুদের নির্বাচন আগামী ৬ জানুয়ারির তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম