ঢাকা ২৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

ধ্রুব নয়নের হটাও গুজব চলচ্চিত্রের শুভ মহরত

#

বিনোদন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  4:19 PM

news image

পেশায় সাংবাদিক হলেও মঞ্চনাটকে অভিনয় করেছেন দীর্ঘদিন। দারুণ মুন্সিয়ানায় লেখালেখিতেও জয় করেছেন পাঠকদের মন। অনুসন্ধানী সাংবাদিকতায়  নির্ভীক সাংবাদিকখ্যাত ধ্রুব নয়ন লক্ষ টাকার এ্যাওয়ার্ডসহ ঝুলিতে ভরেছেন বেশ কয়েকটি স্মারক  সম্মাননা। এবার নির্মাণে আসছেন এই গুণী নির্ভীক সাংবাদিক। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব আলো মাল্টিমিডিয়া থেকে নির্মাণে আসছেন বলে জানা যায়। এবিষয়ে জানতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও দৈনিক মুক্তখবরের সাংবাদিক ধ্রুব নয়ন বলেন, আগামী ১২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান স্যার প্রধান অতিথি হিসেবে সাম্প্রদায়িকতা বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হটাও গুজব- এর শুভ মহরত ঘোষণা করবেন। আমি নিজে একজন গণমাধ্যমকর্মী হবার সুবাদে দেশের অধিকাংশ স্থানেই পেশাগত কাজের জন্য মুভ করেছি। প্রতিদিন কমবেশী অনেক সাধারণ মানুষের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের চাহিদা সম্পর্কে নূন্যতম একটা ধারণা পেয়েছি। সেটা রাজনৈতিক সাবজেক্ট হোক কিংবা বিনোদন হোক! আসলে জনগণ যা বলছে,

বলতে চায় কিংবা অনেক সময় যেমন নিঃশ্চুপ থাকে এটা ক্ষমতাসীনরা কিংবা বিরোধীদল বুঝতে পারে না অথবা নিজের ক্ষমতা টিকে রাখতে অথবা ক্ষমতা লোভের আশায় না বুঝবার ভান করে জেগে জেগে যেমন ঘুমায় ঠিক তেমনই আমাদের দেশের বর্তমান মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থাও ঠিক একই রকম। দর্শকদের চাহিদা মেটানো দূরে থাক নির্মাতারা কি নির্মাণ করছেন তা তিনি নিজেও জানেন না। ভালো গল্পের জন্য  স্ক্রীপ্ট রাইটারের অভাব নেই, অভাব শুধু তাদের মূল্যায়নে! আমাদের দেশের বিনোদনে পাশ্চাত্যর অনুকরণ যে ভাবে শুরু হয়েছে তাতে সুনিশ্চিত ভাবে বলতে পারি  অনিশ্চিত গন্তব্যে। এ অনুকরণের বৃত্ত ভাংতে হবে! সাহিত্য-নাটক কিংবা সিনেমা শুধু বিনোদন নয়- একটা চলমান ধারাবাহিক আন্দোলনও বটে! আমাদের বিনোদন পাড়ার নির্মাণে শিশু-কিশোরদের জন্য শিক্ষাণীয় কোন ম্যাসেজ নেই, পরিবার নিয়ে একসাথে বসে দেখার মতো কোন নির্মাণ নেই, হতাশা, জঙ্গীবাদ, অপরাজনীতি-অপসংস্কৃতির বিরুদ্ধে কোন মেসেজ না থাকলেও যৌন উত্তেজক, সুড়সুড়ি মার্কা নির্মাণ অব্যাহত রয়েছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকির কারণ হবে! একটি অসভ্য সমাজ  গড়ে উঠবার পিছনে বর্তমান মিডিয়াকেও আমি দায়ী করবো! এসবের বিরুদ্ধে দেশের সাধারণ দর্শকরা আমার চাইতেও ভালো বলেন। যাহোক- আমি নিত্যনতুন সৃজনশীল সৃষ্টিতে বিশ্বাসী। তবে, আমার প্রতিটি নির্মাণই হবে সামাজিক দায়বদ্ধতা থেকে। আমার প্রতিটি নির্মাণেই দর্শকদের জন্য পরিবর্তনের মেসেজ থাকবে। যা ভালো কিছু বয়ে আনবে বলে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি। স্ক্রীপ্টের দৃশ্যায়ন করা হয়েছে। সংলাপ ও চিত্রনাট্যও সম্পূর্ণ হয়েছে। আর্টিস্টদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বেসরকারী চ্যানেল হোক আর ওটিটি প্লাটফর্মেই হোক- আমি বর্তমান সিন্ডিকেটে বিশ্বাসী নই! দর্শক ভালো কিছু পেলে টিকিট কেটে নিজ এলাকার অডিটোরিয়ামে গিয়েই দেখবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, সাম্প্রতিক সময় শত কোটির সিনেমা শত কোটির সিনেমা বলে যেভাবে পায়ে পারা দিয়ে অযাচিত আলোচনা-সমালোচনার জন্ম দেয়া হলো তা না দিলেও হতো! পরাণ, হাওয়া আবারও আশার আলো জাগিয়েছে চলচ্চিত্রাঙ্গনে। তবে, মামলার বিষয়ে আমি হতাশ। নাটক বা সিনেমা যাই হোক না কেন শিকড়ের টান থাকতে হবে। মূলতঃ শিকড়ের টানেই নির্মাণে আসা। আশা করছি- দর্শকরা আলাদা স্বাদের ব্যতিক্রম কিছু পাবে। নিয়মিত নির্মাণের আশা রয়েছে বলেও জানান এই তরুণ, নির্ভীক সাংবাদিক ও নবীন নির্মাতা মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন। আগামী সোমবার শুভ মহরত শেষে রাজধানী ঢাকা ও সাভারের গোলাপগ্রামে শ্যুট শুরু হবে বলে নিশ্চিত করেন ধ্রুব আলো মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক ধ্রুব নয়ন। দূর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন নিবেদিত, জান্নাত আলো কথাচিত্র ও ধ্রুব আলো মাল্টিমিডিয়া প্রযোজিত ধ্রুব নয়নের হটাও গুজবে প্রধান চরিত্রে অভিনয় করবেন মোহনা হুসাইন বীণা, একে সালমান, হাবীব, এএইচ তুফান, প্রদীপ পিটার কোরাইয়া, আব্দুর রব হাওলাদার, অর্ণব, ফকির নিজাম, মনির, রাজীব, রাজু, এনামুল ও মান্না প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম