ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ধর্ম অবমাননার অভিযোগে বেরোবি'র শিক্ষার্থী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  11:28 AM

news image

ধর্ম অবমাননার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বীরগঞ্জের চমৎকার পালের ছেলে সুজন পাল। তিনি বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন,

শুনেছি সুজন বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। খোঁজ-খবর রাখছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ধর্ম বিষয়টি স্পর্শকাতর। শিক্ষার্থী সুজন ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে সুজন পালকে আটক করা হয়েছে। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম