ঢাকা ০৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্যাংক এশিয়ার সাবেক শাখা ব্যবস্থাপকের মৃত্যু: গৃহহীন স্ত্রী-সন্তানদের পাশে ব্যাংক কর্তৃপক্ষ না থাকায় রংপুর জুড়ে সমালোচনার ঝড় জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে: অর্থ উপদেষ্টা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান সিরিজ বাঁচাতে আগে ব্যাট করছে বাংলাদেশ শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’ নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : প্রেস সচিব চীনে সন্তান জন্ম দিলেই মিলবে টাকা ৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

#

বিনোদন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  11:07 AM

news image

ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ প্রথমবার মা হওয়ার সময় বেশ বিতর্কে জড়িয়েছিলেন। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এই অভিনেত্রীকে নিয়ে চর্চা কম হয়নি। শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন ইলিয়ানা। তারপরই সে বছরের আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান। সেই পুত্রসন্তান নিয়েই এখন তার জীবন। আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই ফের মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। সম্প্রতি নিজেই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী। ২০২৫ সালের শুরুতেই অবশ্য ইলিয়ানার দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয়। প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করতেই অভিনেত্রীর ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। তবে ছবি পোস্ট করলেও তখন নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা। শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- ‘কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট’। অতঃপর সেই জল্পনা মিথ্যে নয়, তা নিশ্চিত হওয়া গেল। অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এরপর শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি। এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা, তাদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম