ঢাকা ১৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা বিয়ে গোপন করায় নারীর সাজা, কাজির কারাদণ্ডের সঙ্গে লাইসেন্সও বাতিল গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব ঢাবি কবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯জনের মেধাবৃত্তি লাভ বিজয় দিবসে এবারও হচ্ছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন কৃতিদের সম্মানে হাজি জানে আলম স্কুলে বর্ণিল আয়োজন হাসপাতালে দিনে গড়ে ভর্তি ২৬৯ টাইফয়েড রোগী জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসবে ঐতিহ্যবাহী মাছের মেলা

কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  10:48 AM

news image

বছর না ঘুরতেই দ্বিতীয়বারের মত ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’। ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে গান শোনাবে দলটি।  এই কনসার্টে দেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদলও’ গানের পরিবেশনা নিয়ে হাজির থাকবে। কনসার্টের আয়োজন করেছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইনফতার দানিয়াল জানান, আগামী ৫ ডিসেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে হবে এই কনসার্ট। আমাদের দর্শকদের একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে যাচ্ছি। কাভিশের সঙ্গে ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ ছাড়াও আরও কিছু শিল্পী থাকবেন। দর্শকরা তাদের সেরা একটা সময় আমাদের কনসার্টে কাটাতে পারবেন।” সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার দর্শকের জন্য এই আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দানিয়াল। তিনি জানান, আমরা দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই জায়গাটি বেছে নিয়েছি। ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দর্শকের জন্য কনসার্টের মাঠের গেইট খুলে দেওয়া হবে দুপুর ৩টায়। টিকটিকি নামের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট।  চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় এসেছিল ‘কাভিশ’। ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে ব্যান্ডটি। তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ আসে ২০০৯ সালে। ‘কাভিশের’ পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’সহ আরো কিছু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম