ঢাকা ১৭ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে স্বাস্থ্যের আলোচিত সেই মালেকের ৫ ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড আগামী পাঁচদিন ঝড়-শিলাবৃষ্টির আশঙ্কা ২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার চীনের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল দ্রুতই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি সাতরাস্তায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট চলাচল শুরু

#

২৮ অক্টোবর, ২০২১,  11:37 AM

news image

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে এই ফ্লাইট শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যাত্রীদের অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতিপত্র নিতে হবে এবং অনুমোদিত করোনা ‍টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে বলে জানায় বিমান। বিমান আরও জানায়, দুই বছরের বেশি বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার আগে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট করাতে হবে এবং ১০ম দিনে নিজ খরচে পিসিআর পরীক্ষা করাতে হবে। গত ৪ মে থেকে বাংলাদেশ–সিঙ্গাপুরে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। তবে সিঙ্গাপুর থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন। অন্যদিকে জানা গেছে, প্রায় দেড় বছর পর ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে শিডিউল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে ৫ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম