টেস্ট ক্রিকেটে ১৩ বার কামিন্সে ধরাশায়ী রুট
স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, 11:01 AM
স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, 11:01 AM
টেস্ট ক্রিকেটে ১৩ বার কামিন্সে ধরাশায়ী রুট
অফ স্টাম্পের বাইরের বলটি ছেড়ে দেওয়াই উচিত ছিল। কিন্তু জো রুট সম্মোহিতের মতো ব্যাট পেতে দিলেন। ব্যাটের কানা ছুঁয়ে বল আশ্রয় নিল কিপারের গ্লাভসে। হতাশায় মাথা নুইয়ে গেল রুটের। শরীরটাকে কোনারকমে টেনে নিয়ে গেলেন তিনি ড্রেসিং রুমের পথে।অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টের চতুর্থ দিনে শনিবার এভাবেই আউট হন রুট। তার প্রতিক্রিয়ায় হতাশাটা স্পষ্ট তবে তার ক্যারিয়ারে সবচেয়ে নিয়মিত দৃশ্য কামিন্সের কাছে কাটা পড়া। এই টেস্টের প্রথম ইনিংসেও এই পেসারই ছিলেন তার হন্তারক। অ্যাশেজের এই অ্যাডিলেইড টেস্টের দুই ইনিংস দিয়ে টেস্ট ক্রিকেটে ১৩ বার কামিন্সের শিকার হলেন রুট। এই টেস্ট শুরুর আগে কামিন্স ছিলেন যৌথভাবে শীর্ষে। এখন তিনি এককভাবেই সবচেয়ে বড় রুট-শিকারি। ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে এই নিয়ে ২০ টেস্টে ১৩ বার আউট করলেন কামিন্স। ১৭ টেস্টে ১১ বার তাকে আউট করেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, ২৫ টেস্টে ১১ বার করেছেন কামিন্সের সতীর্থ মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসত্রয়ীর আরেকজন জশ হেইজেলউডও খুব পিছিয়ে নেই। ১৮ টেস্টে রুটকে আউট করেছেন তিনি ১০ বার। স্পিনে বরাবরই দারুণ দক্ষ রুট কোনো স্পিনারকে খুব বেশি সফল হতে দেননি তার সামনে। ২৫ টেস্টে তাকে ৯ বার আউট করেছেন রবিন্দ্রা জাদেজা, ৩১ টেস্টে ৮ বার ন্যাথান লায়ন। তিন সংস্করণ মিলিয়েও রুটকে সবচেয়ে বেশি আউট করেছেন কামিন্সই। ১৬ বার তাকে বিদায় করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, ১৫ বার বুমরাহ।