ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

টানা তৃতীয়বার ক্ষমতায় মাদুরো

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০২৪,  12:22 PM

news image

ভেনেজুয়েলায় নির্বাচন নিয়ে বিতর্কিত

টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে গতকাল রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনী পরিষদের প্রকাশিত আংশিক ফলাফল অনুযায়ী, নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিজয়ী হয়েছেন। ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান এবং মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো বলেছেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো তার প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছে ৪৪ দশমিক ০২ শতাংশ এবং মাদুরো পেয়েছেন ৫১ দশমিক ২০শতাং ভোট।

এই নির্বাচনে ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা (পিএসইউভি) কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হয়েছিল। ২০১৩ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের মৃত্যুর পর থেকে তার ঘনিষ্ঠ সহযোগী নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট পদে আছেন। তৃতীয়বারের মতো নির্বাচনে লড়ছেন তিনি।

২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় অর্থনৈতিক ধস ঘটেছে। এ সময়ে জিডিপি ৭০ শতাংশ হ্রাস পেয়েছে এবং উন্নত জীবনের খোঁজে দেশ ছেড়েছেন প্রায় ৭৭ লাখ মানুষ।

হেক্টর এমিলিও ডি’আভিলিয়া নামের এক ভোটার বিবিসিকে বলেন, এই সরকার ভেনেজুয়েলাকে একটি মহান দেশ করার জন্য সমস্ত সুযোগ পেয়েছিল। কিন্তু পরিবর্তে আমরা কেবল দুর্দশাই পেয়েছি।

মাদুরোর ২০১৮ সালের পুনর্নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। এই নির্বাচনের ফলাফল তার পক্ষে না গেলে তাতেও কারচুপির আশঙ্কা ছিল। কারণ বিরোধীরা নির্বাচনের আগে অনেক বাধা অতিক্রম করেছেন। বিশেষ করে, তাদের নির্বাচিত প্রার্থী মারিয়া কোরিনা মাচাদোকে প্রার্থিতার ব্যাপারে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম