ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর ১৫ মে থেকে এক মাস সদস্য সংগ্রহ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আবদুল্লাহ পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর সীমান্ত দিয়ে ১১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ সুনামগঞ্জে গুচ্ছ গ্রামের মানুষের যাতায়াত গজারিয়া নদী ইজারা না দেওয়ার দাবী

জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে

#

বিনোদন প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  11:11 AM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন নাগরবাউল জেমস। ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামে ওই কনসার্টটি অনুষ্ঠিত হবে জুন মাসের ১৪ তারিখে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। কনসার্টটি আয়োজন করছে মুনলাইট ইভেন্ট।

আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন, “এটি ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় কনসার্ট। আমাদের ভেন্যুটা অনেক বড়, কনসার্টের পাশাপাশি একটি মেলাও বসবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত জেমসের ভক্তদের জন্য এটা একটা অসাধারণ আয়োজন হতে যাচ্ছে।”

‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ নামকরণ করার কারণ কী প্রশ্নে সাজ্জাদুল বলেন, “দুই বছর আগে জেমস ভাইকে নিয়ে আমরা একটা কনসার্ট করেছিলাম। সেটা খুব সফল কনসার্ট ছিল এবং অনেক দর্শক টিকেট পায়নি। এরপর থেকেই অনেকে এই কনসার্ট নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এইবার বিশাল আকারে করার চেষ্টা করছি। যেহেতু দ্বিতীয়বার জেমস ডালাস মাতাতে আসছেন তাই ‘চ্যাপ্টার টু' নামটা দেওয়া।”

কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে টিকিটফাইওস.কমে। আয়োজক সাজ্জাদুল জানিয়েছেন, টিকেট পাওয়া যাচ্ছে আটটি ক্যাটাগরিতে। দাম ধরা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিজ্ঞপ্তিতে বলেছেন, এই কনসার্টটি তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরে নিচ্ছেন তারা। তিনি মনে করেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা রক সংগীতের ইতিহাসকে সংযুক্ত করার সুযোগ মিলেছে।

বর্তমানে গানের দলে লাইনআপে রয়েছে- ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার); এছাড়া আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) এবং তালুকদার সাব্বির (বেজ গিটার) এবং আবদুল কাইয়ুম ( কিবোর্ডিস্ট)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম