ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে

#

বিনোদন প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  11:11 AM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন নাগরবাউল জেমস। ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামে ওই কনসার্টটি অনুষ্ঠিত হবে জুন মাসের ১৪ তারিখে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। কনসার্টটি আয়োজন করছে মুনলাইট ইভেন্ট।

আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন, “এটি ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় কনসার্ট। আমাদের ভেন্যুটা অনেক বড়, কনসার্টের পাশাপাশি একটি মেলাও বসবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত জেমসের ভক্তদের জন্য এটা একটা অসাধারণ আয়োজন হতে যাচ্ছে।”

‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ নামকরণ করার কারণ কী প্রশ্নে সাজ্জাদুল বলেন, “দুই বছর আগে জেমস ভাইকে নিয়ে আমরা একটা কনসার্ট করেছিলাম। সেটা খুব সফল কনসার্ট ছিল এবং অনেক দর্শক টিকেট পায়নি। এরপর থেকেই অনেকে এই কনসার্ট নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এইবার বিশাল আকারে করার চেষ্টা করছি। যেহেতু দ্বিতীয়বার জেমস ডালাস মাতাতে আসছেন তাই ‘চ্যাপ্টার টু' নামটা দেওয়া।”

কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে টিকিটফাইওস.কমে। আয়োজক সাজ্জাদুল জানিয়েছেন, টিকেট পাওয়া যাচ্ছে আটটি ক্যাটাগরিতে। দাম ধরা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিজ্ঞপ্তিতে বলেছেন, এই কনসার্টটি তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরে নিচ্ছেন তারা। তিনি মনে করেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা রক সংগীতের ইতিহাসকে সংযুক্ত করার সুযোগ মিলেছে।

বর্তমানে গানের দলে লাইনআপে রয়েছে- ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার); এছাড়া আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) এবং তালুকদার সাব্বির (বেজ গিটার) এবং আবদুল কাইয়ুম ( কিবোর্ডিস্ট)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম