ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

জামিন সংক্রান্ত ৭৫ আদেশ প্রত্যাহার করলেন হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  1:55 PM

news image

নির্ধারিত বিচারিক এখতিয়ারের বাইরে দেওয়া জামিন সংক্রান্ত ৭৫টি আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আগামী রোববার (২৪ এপ্রিল) এই মামলাগুলো কার্যতালিকায় এনে পুনরায় আদেশ দেওয়া হবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী ও জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আদালত সূত্রে জানা যায়,

সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাইকোর্টের ওই বেঞ্চের বিচারিক ক্ষমতা হচ্ছে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের পুরোনো মামলা নিষ্পত্তি করা। কিন্তু, বুধবার আদালত পুরোনো মামলা নিষ্পত্তি করার পর ফৌজদারি মোশন ক্ষমতা প্রয়োগ করে জামিন সংক্রান্ত ৭৫টি আদেশ দেন। পরে আদালত বুঝতে পারেন বুধবারের বিচারিক এখতিয়ারের বাইরে তারা ৭৫টি আদেশ দিয়েছেন। এ কারণে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই ৭৫টি মামলা বৃহস্পতিবারের কার্যতালিকায় নিয়ে বুধবারের আদেশ প্রত্যাহার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম