ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

জাতিসংঘের অধিবেশনে এবার গুরুত্ব পাচ্ছে সংহতি-টেকসই-বিজ্ঞান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  9:58 AM

news image

-শেখ হাসিনার ভাষণ ২৩ সেপ্টেম্বর

জাতিসংঘের চলতি ৭৭তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার। উদ্বোধনী বক্তব্য দেন অধিবেশনের সভাপতি সিসেবা করোসি। ছবি-বাংলাদেশ প্রতিদিন। সংহতি, টেকসই এবং বিজ্ঞান’কে  জাতিসংঘের চলতি ৭৭তম বার্ষিক সাধারণ অধিবেশনে সবিশেষ গুরুত্ব দেয়া হবে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হওয়া এই অধিবেশনে বক্তব্যকালে সাধারণ পরিষদের সভাপতি সিসেবা করোসি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের যুদ্ধসহ মানবতার সবচেয়ে চাপের চ্যালেঞ্জগুলোকে গুরুত্ব দেয়ার জন্যে। ইতিমধ্যেই যে বিভেদ-বিভক্তির রেখা তৈরী হয়েছে তার অবসানে সকলকে সেতৃবন্ধনের ভূমিকায় অবতীর্ণ হবারও আহবান জানিয়েছেন সিসেবা করোসি।  বিশ্ব এখন অনিশ্চয়তার সম্মুখীন এবং ভূ-রাজনৈতিক ফাটল ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে-এই সত্যকে স্বীকার করেই অধিবেশনের সভাপতি সিসেবা জাতিসংঘের সদস্য-রাষ্ট্রসমূহকে পুনরায় স্মরণ করিয়ে দেন যে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায়ে। তিনি বলেন,

মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা অন্তর্ভুক্তিমূলক, নেটওয়ার্কযুক্ত এবং কার্যকর বহুপাক্ষিকতাকে পুনরুজ্জীবিত করতে চাই যা সকলকে ঐক্যবদ্ধ করবে।  এ অধিবেশনে সকল সদস্যরাষ্ট্রের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রী/রাজা/রানীর নেতৃত্বে প্রতিনিধিরা যোগদান করছেন। ২০ সেপ্টেম্বর শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক-যেখানে প্রেসিডেন্ট যো বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা নিজ নিজ দেশের বক্তব্য পেশ করবেন। বাংলাদেশের নেতা হিসেবে শেখ হাসিনা ৪৮ সদস্যের সরকারী প্রতিনিধি দল নিয়ে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসার কথা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক অ্যাম্বাসেডর এ্যাট লার্জ জিয়াউদ্দিনও রয়েছেন প্রতিনিধি দলে।  জাতিসংঘ সচিবালয়ের সূত্র জানায়, সাধারণ অধিবেশনে শেখ হাসিনা বাংলায় ভাষণ উপস্থাপন করবেন ২৩ সেপ্টেম্বর দুপুরের দিকে। জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা হচ্ছেন সাধারণ অধিবেশনে কোন দেশের নেতা হিসেবে সবচেয়ে বেশী বার বক্তব্য উপস্থাপনকারি। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসীদের এক সমাবেশে ভাচুয়ালে ভাষণ দেয়ার পর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা। জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে বেশ কটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সাথে শেখ হাসিনার দ্বি-পাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। একইসাথে ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের নেতৃবৃন্দের সাথেও শেখ হাসিনার বৈঠক হতে পারে। উল্লেখ্য, এই বৈঠকের মধ্য দিয়েই ককাসের পুনরুজ্জীবন ঘটার কথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম