ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

চোখে ড্রপ দেওয়ার সময় যে কাজগুলো এড়িয়ে যাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  11:02 AM

news image

চোখে ড্রপ ব্যবহারের সঠিক নিয়ম অনেকেরই জানা নেই। যার ফলে চোখে ড্রপ দেওয়ার সময় বেশিরভাগই ভুল করেন। কিন্তু চোখের বিষয়তে আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। চোখের ড্রপ ব্যবহারের সঠিক কিছু নিয়ম জেনে নিন।

চোখে ড্রপ ব্যবহারের আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

ড্রপ ব্যবহারের পূর্বে ড্রপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ড্রপ দেওয়ার পরে অন্তত ১০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।

প্রথম যেদিন ড্রপের ক্যাপ খুলবেন সেদিন তার গায়ে তারিখ লিখে রাখুন। কারণ ড্রপের মুখ খোলার পর তা এক মাসের বেশি ব্যবহার করবেন না।

ড্রপ যেন কর্নিয়াতে না পড়ে এবং ড্রপের নজেল যেন চোখ না ছোঁয় সেদিকে খেয়াল রাখতে হবে।

ড্রপ দেওয়ার পর যাতে নাকে না চলে যায়, সেজন্য চোখে দেওয়ার পর চোখের কোনায় নাকের পাশটা চেপে ধরতে হবে।

প্রত্যেক চোখে এক ফোঁটা করে ড্রপ দিলেই চলে; এর চেয়ে বেশি দিলে সেটা চোখ থেকে বের হয়ে মুখ বেয়ে গড়িয়ে পড়ে। তাই একবারে কয়েক ফোঁটা দেওয়ার অর্থ আপনি অপচয় করছেন।

চিকিৎসক যদি আপনাকে একাধিক ধরনের ড্রপ ব্যবহারের উপদেশ দেন, তাহলে একই সময়ে দুই ধরনের ড্রপ দেওয়া যাবে না। অন্তত এক ধরনের ড্রপ ব্যবহার করার ১৫ থেকে ২০ মিনিট পরে আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।

ড্রপ ব্যবহারের পর যদি চোখ জ্বালাপোড়া করে অথবা অন্য কোনো সমস্যা হয়, তাহলে চিকিৎসককে বিষয়টি জানাতে হবে।

চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে ড্রপ দেওয়া বন্ধ করবেন না।

যা এড়িয়ে চলবেন-

চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে আই ড্রপ ব্যবহার করবেন না।

অনেক বোতলের মুখের কাছে একটি বাড়তি রিং আকৃতির অংশ থাকে, ড্রপ দেওয়ার সময় এটি একেবারে খুলে ফেলে দিন।

আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন।

চোখে কন্টাক্ট লেন্স পরা অবস্থায় আই ড্রপ বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না।

কখনোই চোখের কর্নিয়ায় সরাসরি ড্রপ ফেলবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম