ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ আসামিসহ সব খালাস এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া কালীগঞ্জে সবজিবোঝাই পিকআপ উল্টে খালে, নিহত ৩ সরকারি কর্মকর্তাদের সতর্ক করলো সরকার পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস ইজতেমা ময়দানে আরও ২ মুসল্লির মৃত্যু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বললেন প্রেস সচিব

চুল পরিষ্কার না হওয়ার লক্ষণ

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  10:39 AM

news image

অনেকে চুল পরিষ্কারের জন্য সপ্তাহে এক দিন হাতে রাখেন। এটা সত্যিই ভালো অভ্যাস। তবে তবে এমনও হতে পারে ওই এক দিনে তেমনভাবে চুল পরিষ্কার করা হচ্ছে না। তাছাড়া দূষণ, ধুলোবালি ইত্যাদির কারণে চুল ঠিক মতো পরিষ্কার না হলে- নানান লক্ষণও দেখা দেয় মাথায়। 

কী সেই লক্ষণ? জেনে নিন-

চুলের তেল দেওয়া হোক বা না হোক, নিয়মিত মাথায় ‘সিবাম’ বা ত্বকের প্রাকৃতিক তেল উৎপন্ন হতেই থাকে। নিউইয়র্ক সিটিভিত্তিক চর্মরোগ-বিশেষজ্ঞ হ্যাডলি কিং বলেন, যখন ঠিকমতো ধোয়া না হয় তখন তেল জমতে থাকে। ফলে চুলে আঠালো ভাব হয়, অপরিষ্কারজনিত গন্ধ সৃষ্টি করে।

তেল জমার কারণে শুধু আঠালোভাব নয়, ‘স্ক্যাল্প’ বা মাথার ত্বকে চুলকানিও তৈরি হয়। সেখান থেকে জ্বালাভাব। মার্কিন চিকিৎসক ডা. জোডি লিজার্ফো বলেন, যদিও ‘সিবাম’ প্রাকৃতিক ময়েশ্চারাইজার। তবে এতে ময়লা আটকায়। যা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ইস্ট জন্মানোর পরিবেশ তৈরি করে। ফলে চুলকানির মতো দেখা দেয়।

মাথার ত্বক থেকে আঁশের মতো ক্ষুদ্র কণা উঠে আসে। এতেও চুলকানি হয়। ডা. হ্যাডলি কিং বলেন, নিয়মিত চুল মাথা ভালো মতো পরিষ্কার না করলে এই সমস্যা দেখা দেয়। এ ছাড়া খুশকিও হয়। ‘অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু’ ব্যবহার করে এর থেকে সমাধান মিলবে।

অবাক হলেও এটা সত্য- ভালোমতো চুল ও মাথা পরিষ্কার না করলে চুল পড়ার পরিমাণ বাড়ে। ডা. হ্যাডলি কিং বলেন, দূষণ, তেল, ময়লা জমা ইত্যাদির কারণে যে প্রদাহ তৈরি হয়, সেখান থেকেই চুল পড়ার পরিমাণ বাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম