ঢাকা ২৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

চুপি চুপি সিনেমা দেখতে যেতেন সেই লুঙ্গি পরা বৃদ্ধ!

#

বিনোদন প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  11:56 AM

news image

সামান আলী সরকার। সাদাসিধে একজন ভালো মনের মানুষ। তবে মিরপুরের স্টার সিনেপ্লেক্স শাখায় ‘পরাণ’ সিনেমা দেখতে গিয়ে পড়েছিলেন বিপাকে। লুঙ্গি পরে সিনেমা দেখতে গিয়েই মূলত সিনেমার টিকিট কাটতে পারলেও পারেননি হলের ভেতরে যেতে। কারণ তিনি লুঙ্গি পরা ছিলেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাবার পর থেকেই ভাইরাল হয়ে যায় বিষয়টি। তবে দ্রুততম সময়ে তা স্টার সিনেপ্লেক্সের নজরে আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এমনকি এই দৃশ্য দেখে ‘পরাণ’ নায়ক নায়িকারাও সেই সামান আলির সঙ্গে সিনেমা দেখতে যান। সিনেপ্লেক্সকেও ধন্যবাদ জানান এতটা দ্রুত ভুল বোঝাবুঝির অবসান করায়। ফেসবুকে সামান আলীর সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন মিম। সেখানে সামান আলীকেও বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। তবে সামান আলী অনুভূতি জানান গণমাধ্যমে। তিনি বলেন,

“ঢাকায় আমার ছেলে থাকে। মাঝে মাঝে ছেলের কাছে বেড়াতে আসি। ছেলের কাছে এলেই ছেলেকে না জানিয়ে চুপি চুপি সিনেমা হলে গিয়ে ছবি দেখি। ছোটবেলা থেকেই আমার ছবি দেখার অভ্যাস বেশি। এখন বৃদ্ধ হয়ে গেছি তাই ছবি দেখার কথা ছেলেদের বলতে পারি না।নিজেই চুপ করে ছেলের বাসার কাছের সনি হলে যাই। এর আগেও যতবার ঢাকায় এসেছেন সনি হলে গিয়ে ছবি দেখেছেন তিনি। তখন সনি হল ছিলো সিঙ্গেল স্ক্রিন। এখন সেটা সিনেপ্লেক্স হয়েছে। তাই এবার ছবি দেখতে গিয়ে কিছুটা বিব্রত হতে হয় তাকে। তবে সেই বিব্রতকর অবস্থার শেষটা দারুণ হয়েছে তার জন্য। তিনি আরও বলেন, “একজন নায়িকা আছে না মিম। ওর ছবি ভালো লাগে। শুনি সে নাকি খুব ভালো অভিনয় করছে একটা ছবিতে। তাই আমি গেছি ‘পরাণ’ ছবির টিকিট কাটতে কিন্তু সেখান থেকে জানায় লুঙ্গি পরা লোক হলে ছবি দেখতে পারবে না। পরে আমি ফেরত আসি। এই ঘটনা কারা যেনো ভিডিও করে। আমি তো এতো কিছু বুঝি না। ওই ভিডিওটার জন্য হলের মালিকরা আমার ছেলের ফোন নম্বার যোগাড় করে আমাকে ছবি দেখার ব্যবস্থা করে দিয়েছেন। ছবির নায়িকা মিম ও নায়ক রাজও কাল আমার ছেলেকে ফোন করে আমার সঙ্গে কথা বলেন।” প্রসঙ্গত, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ‘পরাণ’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ঈদুল আজহায় মুক্তির পর থেকেই দর্শকের চাহিদার শীর্ষে রয়েছে সিনেমাটি। এখনো সিনেমা হলে হাউজফুল যাচ্ছে চলচ্চিত্রটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম