ঢাকা ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর বিপুল সংখ্যক জামিন দেওয়ায় হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই’

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২২,  10:45 AM

news image

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে এ নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সকল নৌ-যান চলাচলবন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরিগুলো নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় নোঙর করে বেঁধে রাখা হচ্ছে। এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

ঘাট পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের যাত্রী ইমদাদুল ইসলাম বলেন, একটুর জন্য ফেরি মিস করেছি। এর কিছুক্ষণ পরেই ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় ২-৩ ঘণ্টা অপেক্ষা করছি। জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে আর কখন ঘাট পার হতে পারব। এ দিকে, আরিচা-কাজীরহাট নৌ-রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম সমকালকে জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কমতে থাকলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম