ঢাকা ১৭ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে স্বাস্থ্যের আলোচিত সেই মালেকের ৫ ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড আগামী পাঁচদিন ঝড়-শিলাবৃষ্টির আশঙ্কা ২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার চীনের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল দ্রুতই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি সাতরাস্তায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২২,  10:45 AM

news image

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে এ নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সকল নৌ-যান চলাচলবন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরিগুলো নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় নোঙর করে বেঁধে রাখা হচ্ছে। এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

ঘাট পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের যাত্রী ইমদাদুল ইসলাম বলেন, একটুর জন্য ফেরি মিস করেছি। এর কিছুক্ষণ পরেই ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় ২-৩ ঘণ্টা অপেক্ষা করছি। জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে আর কখন ঘাট পার হতে পারব। এ দিকে, আরিচা-কাজীরহাট নৌ-রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম সমকালকে জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কমতে থাকলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম