ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২২,  10:45 AM

news image

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে এ নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সকল নৌ-যান চলাচলবন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরিগুলো নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় নোঙর করে বেঁধে রাখা হচ্ছে। এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

ঘাট পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের যাত্রী ইমদাদুল ইসলাম বলেন, একটুর জন্য ফেরি মিস করেছি। এর কিছুক্ষণ পরেই ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় ২-৩ ঘণ্টা অপেক্ষা করছি। জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে আর কখন ঘাট পার হতে পারব। এ দিকে, আরিচা-কাজীরহাট নৌ-রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম সমকালকে জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কমতে থাকলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম