ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৫,  10:59 AM

news image

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর)। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। একই সঙ্গে সংস্থাটি গাজায় সাংবাদিকদের ক্রমবর্ধমান মৃত্যুর হারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে ওএইচসিএইচআর জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন নারী সাংবাদিক রয়েছেন। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এদের মধ্যে অন্তত ৪৭ জন সাংবাদিক নিহত হয়েছেন সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৪৯ জন সাংবাদিক ইসরায়েলি আটক কেন্দ্রে বন্দী রয়েছেন। একজন সাংবাদিক জাতিসংঘকে বলেন, “যেখানে প্রেস ভেস্ট এক সময় নিরাপত্তার প্রতীক ছিল, এখন তা যেন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”  জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে—এমন ‘শক্ত প্রমাণ’ রয়েছে। যদি তা সত্য প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। ইসরায়েলি বাহিনীর হাতে আটক সাংবাদিকরা জাতিসংঘ মানবাধিকার দপ্তরকে জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন, অপমানজনক আচরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে। জাতিসংঘের ভাষ্য, এই নির্যাতন সাংবাদিকদের ভয় দেখানো ও কলঙ্কিত করার একটি বৃহত্তর কাঠামোর অংশ বলেই প্রতীয়মান হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম