ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

গলাচিপায় ৮টি ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

#

৩১ অক্টোবর, ২০২১,  1:57 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি পালনের লক্ষে আইন শৃঙ্খলা সহ কোন প্রকার সন্ত্রাস প্রশ্রয় দেয়া হবে না। আজ রবিবার গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়াম হলে গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়নের ৩শত ৬৩ জন ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিনের আয়োজনে মত বিনিময় সভায় পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে নির্বাচনী আচরণ বিধি এবং সকল প্রার্থীদের সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রার্থীসহ সংশ্লিষ্ট রিটার্নিং, প্রিজাইডিং, আইন, শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে তিনি একথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, আইন শৃঙ্খলা বিষয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার, উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর হাসান শিবলী, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা কৃষি অফিসার আরজু আকতার ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সরকারি ভাবে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিস, সহকারী কমিশনার (ভুমি) অফিস, গলাচিপা থানা, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এছাড়া জেলার পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ গলাচিপায় পুলিশ সার্কেল অফিস ও গলাচিপা থানা পরিদর্শনে যান। জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও জেলা পুলিশ সুপার মহোদয়কে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এছাড়াও সভায় উপজেলার সকল  ইউনিয়নের নির্বাচনিয় প্রার্থীরা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম