ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

খুলনায় সাংবাদিকতা বিভাগের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  11:41 AM

news image

খুলনা নগরীর খালিশপুরের একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম মহুয়া (২২)। তিনি খুলনার নর্দান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, মহুয়া খালিশপুরের আলমনগর এলাকায় নানার বাসায় থেকে পড়াশোনা করতেন।

তাঁর মা নেই, বাবা থাকেন বাগেরহাট জেলায়।পরিবারের বরাত দিয়ে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত আলী জানান, গত মঙ্গলবার দুপুর ও রাতে কোনো খাবার খাননি মহুয়া। পরে রাতে ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকাল গড়িয়ে দুপুরে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এদিকে, লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজের (খুলনা) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম