ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খুলনায় সাংবাদিকতা বিভাগের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  11:41 AM

news image

খুলনা নগরীর খালিশপুরের একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম মহুয়া (২২)। তিনি খুলনার নর্দান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, মহুয়া খালিশপুরের আলমনগর এলাকায় নানার বাসায় থেকে পড়াশোনা করতেন।

তাঁর মা নেই, বাবা থাকেন বাগেরহাট জেলায়।পরিবারের বরাত দিয়ে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত আলী জানান, গত মঙ্গলবার দুপুর ও রাতে কোনো খাবার খাননি মহুয়া। পরে রাতে ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকাল গড়িয়ে দুপুরে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এদিকে, লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজের (খুলনা) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম