ঢাকা ০৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে: ফখরুল ‘রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে’ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই চাল আমদানি ও ভালো ফলন সত্ত্বেও বাড়ছে দাম, চাপে ভোক্তা ও অর্থনীতি আবারও ভোলায় ধর্ষণকাণ্ড, অভিযোগ বিএনপির ২ কর্মীর বিরুদ্ধে

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ এপ্রিল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  2:14 PM

news image

আগামী ২৬ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এই মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন নির্ধারিত ছিল। আদালতের নথি অনুযায়ী, আসামিপক্ষ বিভিন্ন কারণে এ নিয়ে ৩৭ বার সময় চেয়ে আবেদন করে। খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এই মামলা তদন্তকালে জব্দকৃত যে আলামতগুলো তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে নেয়া হয়েছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও সময় প্রয়োজন। শুনানিকালে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীসহ এই মামলার ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি মো. সিরাজুল ইসলাম মামলা দায়েরের পর থেকে পলাতক। বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের করে। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে সংস্থাটি অভিযোগপত্র জমা দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম