ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

খাবার থেকে পোড়া গন্ধ দূর করবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:34 AM

news image

রান্নার সময় এমনটা প্রায়ই হয়ে থাকে যে, রান্না বসিয়ে কোনো কারণে অন্য কাজে মনোযোগী হওয়া হয়। ফলে খাবারে পোড়া গন্ধ থেকে যায়। এক্ষেত্রে পুড়ে যাওয়া রান্না ফেলে দেয়া হয়। কিন্তু জানেন কি, সেই পোড়া খাবার ফেলে না দিয়ে গন্ধ দূর করা সম্ভব। তবে এর জন্য বিশেষ কিছু উপায় রয়েছে। রান্নার সময় যদি কেবল তলায় খানিকটা পুড়ে যায় তাহলে ভালো অংশ আলাদা পাত্রে তুলে রাখুন। তারপরে পোড়া গন্ধ দূর করতে হবে। এবার ঘরোয়া উপায়ে খাবার থেকে পোড়া গন্ধ দূর করার উপায় তুলে ধরা হলো-

* অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, চুলায় ভাত রান্না বসানোর পরে অনেকে ভুলে যান। এতে ভাতের নিচের অংশ পুড়ে যায় এবং পোড়া গন্ধ ছড়ায়। এমনটা হলে প্রথমেই উপর থেকে ভালো ভাত সরিয়ে নেন। তারপর একটি পাত্রে পাউরুটি রেখে তার উপর ভাত ঢেলে দিন। কিছুক্ষণ রাখার পরে দেখবেন পোড়া গন্ধ নেই।

* কখনো মাংস যদি পুড়ে যায় তাহলে দ্রুত ভালো মাংস আলাদা করে নিন। এবার অন্য একটি কড়াইতে ভালো করে পেঁয়াজ লাল করে ভেজে আলু ও মাংসের টুকরো দিয়ে কষিয়ে নিন। এতে পোড়া গন্ধ দূর হবে।

* দীর্ঘদিন ধরে যদি একই পাত্র ব্যবহার করেন তাহলেও যেকোনো খাবার রান্নার সময় পুড়ে যেতে পারে। এমনটা হলে পাত্রই বদলিয়ে ফেলুন।

* খাবারে যদি পোড়া গন্ধ থাকে তাহলে ভিনেগার দিতে পারেন। আবার চাইলে মশলা দিয়ে একটু নেড়েও নিতে পারেন। তবে কি মশলা, কতটুকু দেবেন তা খাবার অনুযায়ী ভেবে নিতে হবে আপনাকে।

* ওভেনে মাছ বা মাংস বেক করার সময় পুড়ে গেলে পোড়া অংশ বাদ দিতে হবে। আর বাকি অংশ থেকে পোড়া গন্ধ দূর করতে রান্নার সময় টমেটো বা চিলি সস ব্যবহার করুন। এতে পোড়া গন্ধ একদমই থাকবে না।

* মাংসের ঝোল থেকে পোড়া গন্ধ দূর করার জন্য তরকারিতে সামান্য মিষ্টি কুমড়া দিতে পারেন। কুমড়া সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় বসিয়ে রাখুন। এভাবে দশ-পনেরো মিনিট রাখার পরে কুমড়ার টুকরো তরকারির ঝোল থেকে তুলে নিন। তারপরে মাংসের টুকরোগুলো ধীরে ধীরে ঝোলে দিয়ে দিন। দেখবেন তরকারি থেকে পোড়া গন্ধ চলে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম